হারিয়ে যাব
আজ অজানায় হারিয়ে যাব
থাকবে কী মোর পাশে,
দূর পবনের মেঘের আড়ে
খেলবো দু'জন বসে।
মাটির বুকে দেহ রেখে
দেব যখন দৌড়,
পারবে না কেউ চিনতে তখন
ভাববে না মন চোর।
যতই করুক ডাকাডাকি
ফিরবো না কো ঘরে,
মনের খোরাক দেব আগে
আসা যাওয়া পরে।
হাওয়া এসে তোমার চুলে
মারবে যখন দোলা,
দেখবে আমি নীরব; পাগল
পলকে শেষ বেলা।
ছাড় ছাড় করছ তুমি
দুষ্ট; এঁটে বুকে,
বিশ্বাস কর হারিয়ে যাব
থাকলে এত সুখে॥
------------------------
আরও কবিতা পড়তে ভিজিট করুন
NURITBD
থাকবে কী মোর পাশে,
দূর পবনের মেঘের আড়ে
খেলবো দু'জন বসে।
মাটির বুকে দেহ রেখে
দেব যখন দৌড়,
পারবে না কেউ চিনতে তখন
ভাববে না মন চোর।
যতই করুক ডাকাডাকি
ফিরবো না কো ঘরে,
মনের খোরাক দেব আগে
আসা যাওয়া পরে।
হাওয়া এসে তোমার চুলে
মারবে যখন দোলা,
দেখবে আমি নীরব; পাগল
পলকে শেষ বেলা।
ছাড় ছাড় করছ তুমি
দুষ্ট; এঁটে বুকে,
বিশ্বাস কর হারিয়ে যাব
থাকলে এত সুখে॥
------------------------
আরও কবিতা পড়তে ভিজিট করুন
NURITBD
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৪/০২/২০১৫পড়ে ভাল লাগল।খুব সুন্দর!
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৬/১২/২০১৪আমারো মাঝে মধ্যে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে। ভালো হয়েছে..........
-
এম এ সবুর ০৪/১২/২০১৪ভালোই লাগলো কবি।
-
মাসুম মুনাওয়ার ১৪/১১/২০১৪দুরবল অন্তমিল।অন্তমিলে আর সচেতন হতে হবে
-
অনিরুদ্ধ বুলবুল ১৪/১১/২০১৪প্রথম তিন পঙতি বেশ হয়েছে।
কয়েকটা বানানের কারণে কবিতার ভাব ও ছন্দে হোঁচট খাচ্ছে। শেষ দু'টি পঙতি একটু এলোমেলো হয়ে গেছে। কবিতাটি বারবার পড়ে একটু সাজিয়ে নিলে এটি বেশ সুন্দর কবিতা হতে পারে।
বানান: আজানাই>অজানায়, পলোকে>পলকে, নিরব>নীরব, ভাববেনা>ভাববে না.... -
মোহাম্মদ তারেক ১৩/১১/২০১৪ভাল লিখেছেন কবি। পলোকে> পলকে।
-
নূরুজ্জামান নাঈম ১৩/১১/২০১৪আপনাদের মন্তব্যের অপেক্ষায়।