যাতনা
প্রেম তৃষ্ণায় তীর্থ যাত্রা
যে জন করিত রোজ,
কেদে কমিয়েছে কত রাতরা
তার হৃদয়ের বোঝ।
হরেক রঙের প্রত্যুষ তার
কেটে গেছে সদা হেসে,
হাঁসি ছিলনা জীবনে যার
থাকনা সে জলে ভেসে।
দু’পায়ে চড়ে উষ্ণ ধরাতে
যত সে পেরিয়েছে পথ,
জীবন তাহার ক্লান্তি হরাতে
ধীরে হয়ে গেছে শ্লথ।
সেই মহাশয় বিদ্যা-জ্ঞানে
রহেনি এতটা পিছু,
পায়নি জেনেও মারেনি প্রানে
রেখেছে যাতনা কিছু।।
যে জন করিত রোজ,
কেদে কমিয়েছে কত রাতরা
তার হৃদয়ের বোঝ।
হরেক রঙের প্রত্যুষ তার
কেটে গেছে সদা হেসে,
হাঁসি ছিলনা জীবনে যার
থাকনা সে জলে ভেসে।
দু’পায়ে চড়ে উষ্ণ ধরাতে
যত সে পেরিয়েছে পথ,
জীবন তাহার ক্লান্তি হরাতে
ধীরে হয়ে গেছে শ্লথ।
সেই মহাশয় বিদ্যা-জ্ঞানে
রহেনি এতটা পিছু,
পায়নি জেনেও মারেনি প্রানে
রেখেছে যাতনা কিছু।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন শর্মা ৩১/১০/২০১৪ভালো লাগল..
-
অর্চন মুখোপাধ্যায় ১২/০৯/২০১৪খুবই ভাল কবিতা, লাইক না করে পারলাম না।
বি:দ্র: চন্দ্রবিন্দুর ব্যবহারটা ঈষৎ বেশি। -
মোহাম্মদ তারেক ১২/০৯/২০১৪সুন্দর হয়েছে লিখাটা, (ঁ) ব্যবহারে আরেকটু সতর্ক থাকলে আরো ভালো লিখা পাবো আশা করছি আপনার কলম থেকে...
-
একনিষ্ঠ অনুগত ১২/০৯/২০১৪বাহ।।
-
ইসমাইল জসীম ১১/০৯/২০১৪ভালোই লাগলো । কবির শুভ কামনা।
-
নূরুজ্জামান নাঈম ১১/০৯/২০১৪ব্লগের বন্ধুদের জন্য মনে একটি টান অনুভব করছি।
আপনারা আমার জন্য দোয়া করবেন।