নিশাচর
মনেরে কহি লাজে
সারাটা জীবন
বৃথা রহিলি
রঙ তুলির-ই মাঝে।
না আঁকি তরু ছায়া
অকারণে শুধু
তৈরী করিলি
তার-ই তরে মহামায়া।
হবে কীরে আঁখিজলে?
মনচোরা যত
হিসেব কষিলি
আজি গেল বিফলে।
মালা গাঁথি ও-ফুলে
বলে যা...!
কত রহিবি?
আর কতক ভুলে।
দেখি কোন্ ঝড়?
কবে বদলাবি
কিসে সুধায়িবি
ওরে ও নিশাচর।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ০৮/০৯/২০১৪খুব সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/০৯/২০১৪ভাল লাগলো।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৮/০৯/২০১৪বেশ ভাল লিখেছেন।
-
নূরুজ্জামান নাঈম ০৭/০৯/২০১৪ঠিক ভাবে সময় দিতে পারছি না তাই ভাল লাগছেনা।
ব্লগের সব বন্ধুদের মিস্ করছি।