অস্ফুট মনটা
স্তব্ধ নিরাকার দুনিয়াতে
কে জানে; তাতে কত চাঞ্চল্যতা,
প্রেমের অবকাশে তিলোত্তোমা হয়ে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
প্রখর স্নেহ-মায়ায় জর্জরিত
ঝাঁপসা আলোকে পুড়ে ছারখার,
কত স্মৃতি জন্মিয়ে অন্তরালে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
নিঃশেষিত সবি পর্বতাসমান
ফুরাবে যে ক্ষণে সত্যের ফরমান,
এঁকে-বেঁকে চলাতে চাইলে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
Read More > "Nuruzzaman Nayem"
http://www.nuritbd.blogspot.com
কে জানে; তাতে কত চাঞ্চল্যতা,
প্রেমের অবকাশে তিলোত্তোমা হয়ে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
প্রখর স্নেহ-মায়ায় জর্জরিত
ঝাঁপসা আলোকে পুড়ে ছারখার,
কত স্মৃতি জন্মিয়ে অন্তরালে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
নিঃশেষিত সবি পর্বতাসমান
ফুরাবে যে ক্ষণে সত্যের ফরমান,
এঁকে-বেঁকে চলাতে চাইলে,
অস্ফুট মনটা আমার যেন
ড্যাফোডিল ফুলের মতই,
অপরাহ্নের পূর্বেই দ্বিপ্রহরটিতে
মৃত্যু যার তিলে তিলে; স্মৃতি হয়ে।
Read More > "Nuruzzaman Nayem"
http://www.nuritbd.blogspot.com
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসোয়াদ লোদি ২৮/০৮/২০১৪কবিতা ভাল হয়েছে । লাইনগুলো কাছাকাছি হলে দেখতে সুন্দর লাগত ।
-
সুশান্ত মান্না ২৬/০৮/২০১৪ভালো
-
শিমুদা ২৫/০৮/২০১৪সুন্দর বর্ণনা কবিতাটিতে। ভাললাগল
পর্বতশমান> পর্বত সমান হবে হয়ত -
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৮/২০১৪খুব ভাল লাগল।
-
সহিদুল হক ২৪/০৮/২০১৪পড়লাম।
-
একনিষ্ঠ অনুগত ২৪/০৮/২০১৪এটা কেমন হলো?
-
নূরুজ্জামান নাঈম ২৩/০৮/২০১৪আপনাদের মন্তব্যের অপেক্ষায়।