চন্দ্রমুখী
হয়তো এ জীবনে হবেনা
এমন সৌভাগ্য,
হয়তো আর রবে নাকো
এমন উপলব্ধি,
হয়তো কোনদিন পাবনা
এমন দৃশ্যটি খুঁজে,
তাই, জব্দ করেছি মায়াডোরে
নিঃশব্দ এই প্রকৃতি।
হয়তো সুযোগ আসবেনা
এমন মধ্য রাত্রিতে,
হয়তো এ মন ভরবেনা
এমন কোন স্মৃতিতে,
হয়তো আর পাব নাকো
এ নিবিঢ় ছাঁয়াতে,
তাই, জব্দ করেছি মায়াডোরে
নিঃশব্দ এই প্রকৃতি।
জানিগো তোমরা বুঝবেনা
এমন পূর্ণিমাতে,
সাদা সাদা খৈ ফুটেছে
মধ্য আকাশে,
যেন কাশফুল,
যেন শাপলার সাদা পাতা,
জানি সময় নেইকো হাতে
তবু ভোলা যায় কী এ কথা।
হয়তো তাই লিখে নিলাম
হৃদয় পাতার আবরণে,
যদি আসে সে চন্দ্রমুখী
মধ্যকাশের বৃত্ত মেঘের স্বরণে॥
এমন সৌভাগ্য,
হয়তো আর রবে নাকো
এমন উপলব্ধি,
হয়তো কোনদিন পাবনা
এমন দৃশ্যটি খুঁজে,
তাই, জব্দ করেছি মায়াডোরে
নিঃশব্দ এই প্রকৃতি।
হয়তো সুযোগ আসবেনা
এমন মধ্য রাত্রিতে,
হয়তো এ মন ভরবেনা
এমন কোন স্মৃতিতে,
হয়তো আর পাব নাকো
এ নিবিঢ় ছাঁয়াতে,
তাই, জব্দ করেছি মায়াডোরে
নিঃশব্দ এই প্রকৃতি।
জানিগো তোমরা বুঝবেনা
এমন পূর্ণিমাতে,
সাদা সাদা খৈ ফুটেছে
মধ্য আকাশে,
যেন কাশফুল,
যেন শাপলার সাদা পাতা,
জানি সময় নেইকো হাতে
তবু ভোলা যায় কী এ কথা।
হয়তো তাই লিখে নিলাম
হৃদয় পাতার আবরণে,
যদি আসে সে চন্দ্রমুখী
মধ্যকাশের বৃত্ত মেঘের স্বরণে॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১০/০৭/২০১৪চমৎকার শব্দচয়ণ আর অনন্য ভাবনার লিখনী। বেশ ভালো লাগলো। শুভ রাত্রি।।
-
সাইদুর রহমান ১০/০৭/২০১৪বেশ লিখেছেন।
ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন। -
নূরুজ্জামান নাঈম ১০/০৭/২০১৪ক'দিন এই মিলন মোহনায় আস্তে পারিনি বলে দুঃখিত।
আপনাদের মন্তব্য এর অপেক্ষায়...........................।