জানো কী বন্ধু
বরষার রাতি
নেই কোন সাথী
কিভাবে কাটবে প্রহর,
পড়েছি বিষাদে
কর্তার ফাঁদে
শূন্য-সার অন্তর।
বুক ভরা আশা
জীবনে হতাশা
ঘর বাঁধা বালুচরে,
যাহারে ডাকি
হৃদয়ে আঁকি
যায় সে দূরান্তরে।
এই ভবঘর
ব্যাথার লহর
কে করিবে দূর,
আসিলে প্রভাত
বাড়ালে দুহাত
গাহিবে কে; মম-সুর?
শুন্য তরী
অজানা নগরী
কোন্ পথে ধরি হাল,
জানো কী বন্ধু?
দুঃখের সিন্ধু
বহে ঠিক কত কাল?
নেই কোন সাথী
কিভাবে কাটবে প্রহর,
পড়েছি বিষাদে
কর্তার ফাঁদে
শূন্য-সার অন্তর।
বুক ভরা আশা
জীবনে হতাশা
ঘর বাঁধা বালুচরে,
যাহারে ডাকি
হৃদয়ে আঁকি
যায় সে দূরান্তরে।
এই ভবঘর
ব্যাথার লহর
কে করিবে দূর,
আসিলে প্রভাত
বাড়ালে দুহাত
গাহিবে কে; মম-সুর?
শুন্য তরী
অজানা নগরী
কোন্ পথে ধরি হাল,
জানো কী বন্ধু?
দুঃখের সিন্ধু
বহে ঠিক কত কাল?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৪/০৭/২০১৪খুব সুন্দর কবিতা....!ধন্যবাদ বন্ধু...
-
মল্লিকা রায় ২৩/০৬/২০১৪কবিতাটি পড়লাম বেশ ভালো লাগলো।
-
কবি মোঃ ইকবাল ২২/০৬/২০১৪তারুণ্যে আপনাকে স্বাগতম। প্রথম লিখনী অসাধারন হয়েছে। শুভ কামনা রইলো।
-
টি আই রাজন ২২/০৬/২০১৪ভাল লাগল। ভাল থাকুন।
-
নূরুজ্জামান নাঈম ২২/০৬/২০১৪ব্লগে নতুন হিসেবে আপনাদের মন্তব্য, উপদেশ একান্তভাবে কামনা করছি।