প্রেমবিলাসী কবি
তুমি গ্রীষ্মের খরতাপে
দূর্বার শ্যামল ছায়া,
তুমি বরষার বৃষ্টিতে
উল্কাপাত কিবা মহামায়া।
তুমি শরতের শুভ্রকাশে
মুগ্ধকর হিল্লোল তরঙ্গ,
তুমি হেমন্ত প্রভাতে
দ্বিগ্বিজয়ীষ্ণু কত অন্তরঙ্গ।
তুমি শীতের সিঞ্চীতার্থী
তুষার বৈরী বন্যা,
তুমি বসন্তে ষোড়শীরূপী
নির্মল কচি কণ্যা।
তুমি ঋতুবিলাসিনী দেবী
আমি প্রেমবিলাসী কবি॥
দূর্বার শ্যামল ছায়া,
তুমি বরষার বৃষ্টিতে
উল্কাপাত কিবা মহামায়া।
তুমি শরতের শুভ্রকাশে
মুগ্ধকর হিল্লোল তরঙ্গ,
তুমি হেমন্ত প্রভাতে
দ্বিগ্বিজয়ীষ্ণু কত অন্তরঙ্গ।
তুমি শীতের সিঞ্চীতার্থী
তুষার বৈরী বন্যা,
তুমি বসন্তে ষোড়শীরূপী
নির্মল কচি কণ্যা।
তুমি ঋতুবিলাসিনী দেবী
আমি প্রেমবিলাসী কবি॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এইচ রহমান ০৬/০৭/২০১৪ভাল...।
-
রাধাশ্যাম জানা ০৪/০৭/২০১৪সুন্দর লেখা....এগিয়ে য়াও...
-
মল্লিকা রায় ২৭/০৬/২০১৪Darun kobita mon vore galo.
-
সনেট শান্ত ২০/০৬/২০১৪ধারুন একটা লেখা পরলাম...।
-
নূরুজ্জামান নাঈম ২০/০৬/২০১৪আপনাদের সহযোগীতায় ভাল থাকার পথ নির্ধারিত।
আপনারা ও ভাল থাকুন। -
এস ইসলাম ২০/০৬/২০১৪চমৎকার
-
টি আই রাজন ১৯/০৬/২০১৪অসাধারন প্রেম আর প্রকৃতির সমন্বয় । ভাল থাকুন কবি।
-
নূরুজ্জামান নাঈম ১৯/০৬/২০১৪আপনাদের মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
-
আবু সাহেদ সরকার ১৯/০৬/২০১৪একটি অনবদ্য কবিতার প্রকাশ।
স্বাগতম তারুণ্যে। আমার পাতায় আমন্ত্রণ রইল। -
কবি মোঃ ইকবাল ১৯/০৬/২০১৪কবিতাটি পড়ে পূর্ণ তৃপ্তি পেলাম।
অনবদ্য লিখনী