চঞ্চল
আমি অগ্নির সমারোহ
কষ্টের দ্বীপ,
আমি রক্তাক্ত মহাসাগর
তাই...গড়ি ফ্রেন্ডশিপ।
আমি তুষারের স্নেহ ধারা
লবণাক্ত জল,
আমি পরাজিত সৈনিক
তাই...করি টলোমল।
আমি আকাশের ধ্রুব তারা
পাখীদের গান,
আমি সুখের স্বপ্নহীন
তাই...মনে কলতান।
আমি নষ্ট বিবেকহীন
জানে নেই বল,
আমি পথিক ক্লান্তহীন
তাই...এত চঞ্চল॥
কষ্টের দ্বীপ,
আমি রক্তাক্ত মহাসাগর
তাই...গড়ি ফ্রেন্ডশিপ।
আমি তুষারের স্নেহ ধারা
লবণাক্ত জল,
আমি পরাজিত সৈনিক
তাই...করি টলোমল।
আমি আকাশের ধ্রুব তারা
পাখীদের গান,
আমি সুখের স্বপ্নহীন
তাই...মনে কলতান।
আমি নষ্ট বিবেকহীন
জানে নেই বল,
আমি পথিক ক্লান্তহীন
তাই...এত চঞ্চল॥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাধাশ্যাম জানা ০৪/০৭/২০১৪বিচিত্র ভাবনা…পড়ে ভালোলাগলো…!
-
রামবল্লভ দাস ০১/০৭/২০১৪ভালো লাগলো ।।
-
মারুফা তামান্না ০১/০৭/২০১৪বেশ ভালো। আমার পাতায় আপনাকে স্বাগতম।
-
কবি মোঃ ইকবাল ০১/০৭/২০১৪অসাধারন লিখনী কবি। ভালো লাগা রেখে গেলাম। শুভ কামনা রইলো।
ভালো থাকুন নিরন্তর। -
মল্লিকা রায় ০১/০৭/২০১৪বাহ্ দারুণ লাগলো কবিতা।