ভুলগুলো শোধরাবো কবে
মৃত্যু অনবরত কাছে টানে কিন্তু কেউ যেতে চায় না। মৃত্যুকে নয় অপমৃত্যু কে সবাই প্রচুর ঘৃণার চোখে দেখে এবং ভয়ও পায়। কেউই চায় না হঠাৎ করে জ্ঞানশূন্য হয়ে অপমৃত্যুর দিকে ধাবিত হতে। তবে না চাইলেও কিন্তু বরাবরই ধাবিত হচ্ছে। সে সময়টাতে বিবেক বুদ্ধি সবকিছুই লোপ পেয়ে যায়। তাই অনেকেই ভুল করে বসে।
আমিও কখনো চাইনা আমার অপমৃত্যু ঘটুক। এ কারণে সর্বদাই সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে রক্ষা করতে। আমি মরে গিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখি। মাথায় একটাই ভাবনা, নিজের অস্তিত্বকে মর্যাদার স্থানে নিয়ে যেতে হবে। কোনো মন্তব্যে না গিয়ে ছুটতে হবে গন্তব্যে।
তবে, মনের দুঃখ কষ্ট গুলো সব মনের কোণে জমা হয়ে থাকে। কাউকে বলা হয় না। বলতে গেলে বড় লজ্জা বোধ হয়, নিজেকে খুব ছোট মনে হয়। তাছাড়া বলেই বা কি হবে কেউ তো কাউকে বুঝতে চায় না কখনও। বোঝার জন্য সামান্যতম চেষ্টাটুকুও করবে না কেউ। যদি কেউ বুঝতো তাহলে নিজেকে ছোট মনে হতো না এবং হতো না লজ্জা বোধও। এই বিভেদ মানুষকে বিষাদময় করে দেয়। মানুষ বিশেষ করে হার মেনে যায় মিথ্যা অভিনয়ের কাছে। যার ফলে, সবকিছু থেকে শুধুমাত্র একটা বাক্যই বের হয় আমি ভালো নেই। এর চেয়ে আর বেশি কিছু বলা সম্ভব হয়না।
এই জীবন যুদ্ধে যদি কখনো কেউ হেরে যায় তাহলে এই হেরে যাওয়াটা শুধু তার একার হবে না। যদি কোথাও ব্যর্থ হয়ে যায় সেটাও তার একার হয়ে দাঁড়াবে না। আমি মনে করি কেউ হেরে গেলে তার সাথে হেরে যাই অনেকেই। ব্যর্থ হলে সেই ব্যর্থতাও অনেকের। এই অন্যের হেরে যাওয়া এবং ব্যর্থতায় আমরা নিজেদের হেরে যাওয়া এবং ব্যর্থতাকে অনুধাবন করতে পারিনা।
যার ফলে নিজেদের অনেক ব্যর্থতা অজানাই রয়ে যায়। এবং মাঝে মাঝে নিজেদেরকে অসুখী অনুভব করি। যখন কেউ এসব অনুধাবন করতে পারে তখন তার মাঝে পরম তৃপ্তি বিরাজ করে। এই জগৎটা হয়ে ওঠে ভালোবাসাময়।
#nurnobifulkuri
23 June 2022
আমিও কখনো চাইনা আমার অপমৃত্যু ঘটুক। এ কারণে সর্বদাই সর্বোচ্চ চেষ্টা করি নিজেকে রক্ষা করতে। আমি মরে গিয়েও বেঁচে থাকার স্বপ্ন দেখি। মাথায় একটাই ভাবনা, নিজের অস্তিত্বকে মর্যাদার স্থানে নিয়ে যেতে হবে। কোনো মন্তব্যে না গিয়ে ছুটতে হবে গন্তব্যে।
তবে, মনের দুঃখ কষ্ট গুলো সব মনের কোণে জমা হয়ে থাকে। কাউকে বলা হয় না। বলতে গেলে বড় লজ্জা বোধ হয়, নিজেকে খুব ছোট মনে হয়। তাছাড়া বলেই বা কি হবে কেউ তো কাউকে বুঝতে চায় না কখনও। বোঝার জন্য সামান্যতম চেষ্টাটুকুও করবে না কেউ। যদি কেউ বুঝতো তাহলে নিজেকে ছোট মনে হতো না এবং হতো না লজ্জা বোধও। এই বিভেদ মানুষকে বিষাদময় করে দেয়। মানুষ বিশেষ করে হার মেনে যায় মিথ্যা অভিনয়ের কাছে। যার ফলে, সবকিছু থেকে শুধুমাত্র একটা বাক্যই বের হয় আমি ভালো নেই। এর চেয়ে আর বেশি কিছু বলা সম্ভব হয়না।
এই জীবন যুদ্ধে যদি কখনো কেউ হেরে যায় তাহলে এই হেরে যাওয়াটা শুধু তার একার হবে না। যদি কোথাও ব্যর্থ হয়ে যায় সেটাও তার একার হয়ে দাঁড়াবে না। আমি মনে করি কেউ হেরে গেলে তার সাথে হেরে যাই অনেকেই। ব্যর্থ হলে সেই ব্যর্থতাও অনেকের। এই অন্যের হেরে যাওয়া এবং ব্যর্থতায় আমরা নিজেদের হেরে যাওয়া এবং ব্যর্থতাকে অনুধাবন করতে পারিনা।
যার ফলে নিজেদের অনেক ব্যর্থতা অজানাই রয়ে যায়। এবং মাঝে মাঝে নিজেদেরকে অসুখী অনুভব করি। যখন কেউ এসব অনুধাবন করতে পারে তখন তার মাঝে পরম তৃপ্তি বিরাজ করে। এই জগৎটা হয়ে ওঠে ভালোবাসাময়।
#nurnobifulkuri
23 June 2022
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৩/০১/২০২৫Very good