ফেইজবুকের জ্ঞানপাপী
ফেইজবুকের জ্ঞানপাপী
- নুরনবী মিয়া
ফেসবুকে এসে দেখি লেখকের ঝড়,
এক পায়ে খাড়া তারা অজানার উপর!
দেখার মতো সময় নাই ভালো আর মন্দ!
মন্তব্য করতে তাদের নেই দ্বিধাদ্বন্দ্ব।
জানা শোনা হলো না'ক আচার ব্যবহার,
দুর থেকেই সবকিছুর করে দেয় বিচার!
তারা হলো মহাজ্ঞানী জ্ঞানের পাহাড়,
ভালো মনে খুলে দেয় ব্যথার দুয়ার।
শিক্ষাদীক্ষায় মান ভালো জাগিয়েছে সাড়া
টিপে দেখো সিদ্ধ নয় জ্ঞানপাপী তারা!
মুখের উপর বলে দেবে বড় বড় কথা
এখানেও আসবে তারা ঘুরতে অযথা!
তাং- ০৮/০২/২০২০ ইং
- নুরনবী মিয়া
ফেসবুকে এসে দেখি লেখকের ঝড়,
এক পায়ে খাড়া তারা অজানার উপর!
দেখার মতো সময় নাই ভালো আর মন্দ!
মন্তব্য করতে তাদের নেই দ্বিধাদ্বন্দ্ব।
জানা শোনা হলো না'ক আচার ব্যবহার,
দুর থেকেই সবকিছুর করে দেয় বিচার!
তারা হলো মহাজ্ঞানী জ্ঞানের পাহাড়,
ভালো মনে খুলে দেয় ব্যথার দুয়ার।
শিক্ষাদীক্ষায় মান ভালো জাগিয়েছে সাড়া
টিপে দেখো সিদ্ধ নয় জ্ঞানপাপী তারা!
মুখের উপর বলে দেবে বড় বড় কথা
এখানেও আসবে তারা ঘুরতে অযথা!
তাং- ০৮/০২/২০২০ ইং
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/১২/২০২০সুন্দর।
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১১/২০২০বেশ বলেছেন প্রিয় কবি।
-
পি পি আলী আকবর ২৯/১১/২০২০ভালোই
-
শ.ম. শহীদ ২৯/১১/২০২০কলমের মলমে-
সেরে যাবে ঘাও
নেবোনা কানাকড়ি
একেবারে ফাও!
যখন যেমন চাবে
লাইক-কমেন্ট পাবে
ইমোজিও দিতে পারি
চাও বা না চাও! -
ফয়জুল মহী ২৯/১১/২০২০অসাধারণ কাব্য