সব গরম
একদিগেতে বর্ডার গরম
একদিগেতে হাট,
ক'দিন আগে গরম ছিল;
ফুটবলের ওই মাঠ।
রাজনীতিতেও গরম আছে
মটকা গরম হয়,
আমজনতা শান্তিতে নাই
গরম ঢুকেছে লোকালয়!
একটু শীতল পরশ পেতে
যাবেন ধরলা নদীর তীরে,
বসার কোনো জায়গা নাই
শত বোতলখোরের ভীরে!
গরমে গরমে লজ্জা শরমে
জীবন হইল সার,
এ গরম ও গরম দু'গরমে
কারো রক্ষা নাইরে আর।
লেখকঃ
সাংবাদিক নুরনবী মিয়া
প্রচার সম্পাদক: মাদকমুক্ত সমাজ বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা শাখা -কুড়িগ্রাম।
20/07/2018
একদিগেতে হাট,
ক'দিন আগে গরম ছিল;
ফুটবলের ওই মাঠ।
রাজনীতিতেও গরম আছে
মটকা গরম হয়,
আমজনতা শান্তিতে নাই
গরম ঢুকেছে লোকালয়!
একটু শীতল পরশ পেতে
যাবেন ধরলা নদীর তীরে,
বসার কোনো জায়গা নাই
শত বোতলখোরের ভীরে!
গরমে গরমে লজ্জা শরমে
জীবন হইল সার,
এ গরম ও গরম দু'গরমে
কারো রক্ষা নাইরে আর।
লেখকঃ
সাংবাদিক নুরনবী মিয়া
প্রচার সম্পাদক: মাদকমুক্ত সমাজ বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা শাখা -কুড়িগ্রাম।
20/07/2018
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৭/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৭/২০১৮দারুন লিখেছেন কবি।
-
জহির রহমান ২১/০৭/২০১৮-এই গরম থেকে মুক্তি চাই।
যথার্থ হয়েছে কবি।