পাবার আশা
জানি,
হাজার লোকের ভীরেও
তোমায় খুঁজে পাব না আর,
তাই তো আমি সাধু হয়েছি
থাকিতে চির কুমার!
আশায় তবু বসেই আছি
আস যদি কভূ ফিরে;
এ হৃদয়ে যত ভালোবাসা
দেখাব তাহা চিরে।
কভূ হেরিনাই তোমায়
আমার নয়ন ভরিয়া,
তবুও মিছে অপবাদে
গেছ পায়েতে মারিয়া!
একবার ঐ তোমার হিয়া
মায়ায় পড়ে না চায় ফিরিয়া?
যদি ফিরে চায়
ফিরে দেখ হায়;
বসে আছি আজও
শুধু তোমারি আশায়।।
08.04.2017
হাজার লোকের ভীরেও
তোমায় খুঁজে পাব না আর,
তাই তো আমি সাধু হয়েছি
থাকিতে চির কুমার!
আশায় তবু বসেই আছি
আস যদি কভূ ফিরে;
এ হৃদয়ে যত ভালোবাসা
দেখাব তাহা চিরে।
কভূ হেরিনাই তোমায়
আমার নয়ন ভরিয়া,
তবুও মিছে অপবাদে
গেছ পায়েতে মারিয়া!
একবার ঐ তোমার হিয়া
মায়ায় পড়ে না চায় ফিরিয়া?
যদি ফিরে চায়
ফিরে দেখ হায়;
বসে আছি আজও
শুধু তোমারি আশায়।।
08.04.2017
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০১৮আশাই তো ভরসা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/০৭/২০১৮খুব ভাল লিখেছেন কবি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০৭/২০১৮অনেক ভালো থিম...........
-
সাইদ খোকন নাজিরী ০৯/০৭/২০১৮অপেক্ষার প্রহর শেষ হোক কমনা করি।বেশ ভাল ।তবুও বলব -ভীরে/ভীড়ে দেখে নিবেন।