ফল কই
- নুরনবী মিয়া
রোপণ করিয়াছি বৃক্ষ;
ঢালি নাই কভূ পানি,
সেখান হতে ফল চাওয়া;
কতটা সঠিক না জানি!
নড়বড়ে ছিল গোড়া;
দেইনি'ক খুঁটি মোরা,
ছিলনা তো সেটা ভুল;
বৃক্ষের গোড়া পত্তন করা!
ঢালিতাম যদি জল;
পাইতাম আজি ফল,
যদি গোড়ায় দিতাম খুঁটি;
খাইতে পারতাম আঁটি!
রোপণ করিয়াছি বৃক্ষ;
ঢালি নাই কভূ পানি,
সেখান হতে ফল চাওয়া;
কতটা সঠিক না জানি!
নড়বড়ে ছিল গোড়া;
দেইনি'ক খুঁটি মোরা,
ছিলনা তো সেটা ভুল;
বৃক্ষের গোড়া পত্তন করা!
ঢালিতাম যদি জল;
পাইতাম আজি ফল,
যদি গোড়ায় দিতাম খুঁটি;
খাইতে পারতাম আঁটি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৫/২০১৮বাঃ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৫/২০১৮অসাধারণ