www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কে কার

কে কার
- নুরনবী মিয়া
আমি দুঃখ দেখেছি,
করিনি কখনও ভয়।
আমি কষ্ট দেখেছি,
করতে গিয়েছি জয়।

পৃথিবীর কাছে বলি;
হে পৃথিবী তুমি কার?
সে নিজেও দিয়েছে উক্তি;
গায়ে জোর-বল যার।

আইনকে গিয়ে বলি;
বলবে কি তুমি কিছু?
হাতি-মহিষের ধার ধারেনা,
মশা-পিঁপড়ের নেয় পিছু।

আদালতের কাছে যাই;
তুমি বলবে কিছু ভাই?
বলেছিল সে হেসে;
আমি যার খাই তার গাই।

হৃদয়ের কাছে বলি;
হে হৃদয় তুমি কার?
ডুকরে উঠে বলে;
আমি নিপীড়িত জনতার।

কান পেতে আমি শুনি,
কত হৃদয়ের আত্মনার্দ।
হা-হা-কার করে ওঠে,
সব বজ্জাত! বজ্জাত!

১৮/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast