চম্পাবতী
যেদিনই প্রথম শুনি
চম্পাবতীর নাম,
এক কথাতে লেখা শুরু
তাদের ভালোবাসার দাম।
কবিতাটি আনন্দশ্রুর
লেখা ভালোবাসার দামে,
উৎস্বর্গ করা হবে
চম্পাবতীর নামে।
চম্পাবতী নামটি মধুর
দেখতেও ভারী লাগে,
একটি পলক হেরিলেই মনে,
ভালোবাসা জাগে।
চম্পাবতী, চম্পাবতী
তুমি মায়াবতী,
রুপবতী, গুণবতী
তুমিই বড় সতী।
মধুমতির মায়ার মতো
আছে তোমার মায়া,
আপনজনের দাঁড়ায়ে পাশে
দাও বটবৃক্ষের ছায়া।
১৫/০৪/২০১৭
চম্পাবতীর নাম,
এক কথাতে লেখা শুরু
তাদের ভালোবাসার দাম।
কবিতাটি আনন্দশ্রুর
লেখা ভালোবাসার দামে,
উৎস্বর্গ করা হবে
চম্পাবতীর নামে।
চম্পাবতী নামটি মধুর
দেখতেও ভারী লাগে,
একটি পলক হেরিলেই মনে,
ভালোবাসা জাগে।
চম্পাবতী, চম্পাবতী
তুমি মায়াবতী,
রুপবতী, গুণবতী
তুমিই বড় সতী।
মধুমতির মায়ার মতো
আছে তোমার মায়া,
আপনজনের দাঁড়ায়ে পাশে
দাও বটবৃক্ষের ছায়া।
১৫/০৪/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শামিম ইশতিয়াক ২৫/০২/২০১৮বাহ
-
সুজয় সরকার ২৫/০২/২০১৮বেশ
-
Tanju H ২৫/০২/২০১৮চমৎকার
-
মোঃআরাফাত হোসাইন ২৫/০২/২০১৮ভালো