ভাঙ্গা নায়ের মাঝি
আমি তো ভাই
ভাঙ্গা নায়ের মাঝি
এই অবেলায়
কেমনে হবেন পার?
আমি যে বাই ভাঙ্গা বৈঠা
পাল গেছে তার ছিঁড়ে,
পার হয়েছে সাঁঝের বেলা
মামাও গেছে চলে।
আজকে আর করবোনা পার
বাতাস উঠছে ফেঁপে জলে,
ভাঙ্গা বৈঠা, ছেঁড়া পালে
কেমনে নাও মোর চলে।
ঢেউ ফুলেছে নদীর বুকে
ফেলছে জেলে জাল,
আজ রাতটা কষ্ট করেন
পার হবেন ভাই কাল।
যদি থাকেন আমার ঘরে
চলেন আমার সাথে,
সারাটা রাত্রি জেগে গল্প
করব দু’জনাতে।
স্রোতের ধারা ভাঙ্গছে ভিটে
বছর চারেক হলো,
নদীতীরে এক ঘর গড়েছি
কাল চালটা উড়ে গেল।
গিন্নি গেছে বাপের বাড়ি
মোর সাথে রাগ করি,
চুলায় হাড়ি উঠবে না’ক
খাইতে দেব মুড়ি।
আমার ঘরে শুয়ে শুয়ে
আকাশ দেখা যায়,
তারার খেলা দেখার মজা
কোথায় পাওয়া যায়।
আমার মত সুখী মানুষ
এই গাঁয়েতে নাই,
আমার ঘরে থাকো গো আজ
জমিদার মশাই।
ভাঙ্গা নায়ের মাঝি
এই অবেলায়
কেমনে হবেন পার?
আমি যে বাই ভাঙ্গা বৈঠা
পাল গেছে তার ছিঁড়ে,
পার হয়েছে সাঁঝের বেলা
মামাও গেছে চলে।
আজকে আর করবোনা পার
বাতাস উঠছে ফেঁপে জলে,
ভাঙ্গা বৈঠা, ছেঁড়া পালে
কেমনে নাও মোর চলে।
ঢেউ ফুলেছে নদীর বুকে
ফেলছে জেলে জাল,
আজ রাতটা কষ্ট করেন
পার হবেন ভাই কাল।
যদি থাকেন আমার ঘরে
চলেন আমার সাথে,
সারাটা রাত্রি জেগে গল্প
করব দু’জনাতে।
স্রোতের ধারা ভাঙ্গছে ভিটে
বছর চারেক হলো,
নদীতীরে এক ঘর গড়েছি
কাল চালটা উড়ে গেল।
গিন্নি গেছে বাপের বাড়ি
মোর সাথে রাগ করি,
চুলায় হাড়ি উঠবে না’ক
খাইতে দেব মুড়ি।
আমার ঘরে শুয়ে শুয়ে
আকাশ দেখা যায়,
তারার খেলা দেখার মজা
কোথায় পাওয়া যায়।
আমার মত সুখী মানুষ
এই গাঁয়েতে নাই,
আমার ঘরে থাকো গো আজ
জমিদার মশাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abheek ২৫/০২/২০১৮খুব সুন্দর ....
-
মোঃ ফাহাদ আলী ২৫/০২/২০১৮ভালো লাগলো।
-
আমীন রুহুল ২৪/০২/২০১৮very good