এ কোন সাধু
পাগল করে দেয়
ঈষৎ হাসি হেসে,
বড় শয়তান ওরা
ঘোরে সাধুর বেশে।
জেনে রেখো ভাই
ওরাই বড্ড পাজি,
আগে করে চুরি
পরে সাজ নেয় হাজী।
মুখে বড় বড় কথা
কতযে মধু মাখা,
আসল রূপটা তার
পোষাকেই থাকে ঢাকা।
পাশে বসে মন্ত্র শোনাবে
মনি ঋষিদের মত,
মুখোস পড়ে হবে
সৎ নীতিবানের মত।
২০/০২/২০১৮
ঈষৎ হাসি হেসে,
বড় শয়তান ওরা
ঘোরে সাধুর বেশে।
জেনে রেখো ভাই
ওরাই বড্ড পাজি,
আগে করে চুরি
পরে সাজ নেয় হাজী।
মুখে বড় বড় কথা
কতযে মধু মাখা,
আসল রূপটা তার
পোষাকেই থাকে ঢাকা।
পাশে বসে মন্ত্র শোনাবে
মনি ঋষিদের মত,
মুখোস পড়ে হবে
সৎ নীতিবানের মত।
২০/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০২/২০১৮বেশ তো!
-
রইস উদ্দিন খান আকাশ ২৪/০২/২০১৮বাঃ
-
মল্লিকা রায় ২৪/০২/২০১৮জানি তো, খুব ভালো লেখা , শুভেচ্ছা কবি।
-
কামরুজ্জামান সাদ ২৪/০২/২০১৮ভাল লাগার মত লেখা।