খুকির ভাবনা
মেঘের পাহাড় ভেঙে চুরে
চাঁদটা মারে উঁকি
অবাক হয়ে কী বিস্ময়ে
তাকিয়ে দেখে খুকি।
ছোট্ট খুকি ভাবতে থাকে
করতে থাকে খোঁজ
কোন পাহাড়ের ওপাড় থেকে
সূর্য আসে রোজ?
ফুলের বনে সন্ধ্যা এলে
আকাশ কেন লাল?
ভাবতে গিয়ে সময় গড়ায়
কাটতে থাকে কাল।
চারদিকেতে মুগ্ধ চোখে
চাইলে বারে বারে,
হৃদয় জুড়ে পাহাড় জমে
ভাবনা শুধুই বাড়ে।
পায়না খুঁজে জবাব খুকি
ভাবতে শুধু থাকে,
ভাবনা হঠাৎ থমকে দাঁড়ায়
দাদু ভাইয়ের ডাকে।
বলে দাদু বিশ্ব-নিখিল
সৃষ্টি হাতে যাঁর
চাঁদ তারাকে জাগান তিনি
তাঁরই এ কারবার।
তোমার আমার উপকারে
সমস্ত তাঁর গড়া,
তাই আমাদের উচিত কেবল
তাঁর ইবাদত করা।
চাঁদটা মারে উঁকি
অবাক হয়ে কী বিস্ময়ে
তাকিয়ে দেখে খুকি।
ছোট্ট খুকি ভাবতে থাকে
করতে থাকে খোঁজ
কোন পাহাড়ের ওপাড় থেকে
সূর্য আসে রোজ?
ফুলের বনে সন্ধ্যা এলে
আকাশ কেন লাল?
ভাবতে গিয়ে সময় গড়ায়
কাটতে থাকে কাল।
চারদিকেতে মুগ্ধ চোখে
চাইলে বারে বারে,
হৃদয় জুড়ে পাহাড় জমে
ভাবনা শুধুই বাড়ে।
পায়না খুঁজে জবাব খুকি
ভাবতে শুধু থাকে,
ভাবনা হঠাৎ থমকে দাঁড়ায়
দাদু ভাইয়ের ডাকে।
বলে দাদু বিশ্ব-নিখিল
সৃষ্টি হাতে যাঁর
চাঁদ তারাকে জাগান তিনি
তাঁরই এ কারবার।
তোমার আমার উপকারে
সমস্ত তাঁর গড়া,
তাই আমাদের উচিত কেবল
তাঁর ইবাদত করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ১৯/০৩/২০১৬
-
পরশ ১৫/০৩/২০১৬অনেক ভাল হইছে
-
মনিরুজ্জামান জীবন ১৫/০৩/২০১৬চমৎকার, আমার তারুণ্যের পাতায় আপনাকে স্বাগতম।
-
মাহাবুব ১৪/০৩/২০১৬অসাধারণ, বেশ ভালো লাগলো কবিতাটা কবি,শুভেচ্ছা।
-
প্রদীপ চৌধুরী. ১৪/০৩/২০১৬খুবই ভাল লাগলো, তবে ছোটোদের জন্য এটা দারুণ হবে
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৪/০৩/২০১৬দারুণ
-
রাশেদ খাঁন ১৪/০৩/২০১৬সুন্দর
দু' একটি বানান সম্পাদনা করে নেবেন ।
চুড়ে>চুরে
ওপাড়> ওপার
কুঁজে> খুঁজে
উচিৎ > উচিত
*বিশ্ব নিখিল > বিশ্ব-নিখিল
যার> যাঁর
শুভেচ্ছা ।