দুর্বিপাকে
এক সাগরের ভালোবাসায়
অন্য স্রোতের ডাকে
কী যে সুখের পেতে খোঁজ
কোনসে পথে হাঁটছি রোজ
প্রতারণা করছি আমি কাকে?
কোনটা ভালো কোনটা খারাপ
কোনটা বেশী দামি?
কিসের আমার অহংকার
তুলছে মাথা বারংবার
যা তা কেন যাচ্ছি ভেবে আমি?
কেন কেন কেন আমার
সবটা এলোমেলো?
হারিয়ে কেন মনের জোড়
সবকিছুতে হচ্ছি বোর
সবকিছুকে হচ্ছে মনে খেলো।
কার সাথে যে বাজি ধরে
হারিয়ে দিলাম কাকে!
কথা হলো সত্য এই
ঠকিয়ে আমি নিজেকেই
পড়ে গেছি এখন দুর্বিপাকে।
অন্য স্রোতের ডাকে
কী যে সুখের পেতে খোঁজ
কোনসে পথে হাঁটছি রোজ
প্রতারণা করছি আমি কাকে?
কোনটা ভালো কোনটা খারাপ
কোনটা বেশী দামি?
কিসের আমার অহংকার
তুলছে মাথা বারংবার
যা তা কেন যাচ্ছি ভেবে আমি?
কেন কেন কেন আমার
সবটা এলোমেলো?
হারিয়ে কেন মনের জোড়
সবকিছুতে হচ্ছি বোর
সবকিছুকে হচ্ছে মনে খেলো।
কার সাথে যে বাজি ধরে
হারিয়ে দিলাম কাকে!
কথা হলো সত্য এই
ঠকিয়ে আমি নিজেকেই
পড়ে গেছি এখন দুর্বিপাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ০১/০২/২০১৬অনুপম ভাবনাময় প্রকাশ।
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬ভালো লাগলো
-
হাসান কাবীর ২৭/০১/২০১৬ভালো হয়েছে, শুভেচ্ছা।
-
ধ্রুব রাসেল ২৭/০১/২০১৬ভাল লাগলো কবি।
-
সাইদুর রহমান ২৬/০১/২০১৬অসাধারণ। খুব সুন্দর লিখছেন।
-
সীমা সান্যাল ২৬/০১/২০১৬অনবদ্য।।।।।
-
রাশেদ খাঁন ২৬/০১/২০১৬niceeeeeee