পথভ্রষ্ট পাখি
উড়ে যাক সে অন্য কোথাও
ঘর বাঁধুক অচেনা কোন গাছে,
নতুন ডালে সে বাঁধুক নীড়।
এখানেই আশেপাশে কিংবা একটু দূরে
যেখানে বুড়ো কাকের ডাক পৌঁছেনা।
অথবা অনেক অনেক দূর....
সাইবেরিয়া, যেখানে জন্ম তার।
সে ফিরে যাক তার নষ্ট নীড়ে
চলে যাক, ফিরে না আসুক কখনও।
একটা পথভ্রষ্ট পাখির জন্য
আমার কিসের এত কষ্ট??
ঘর বাঁধুক অচেনা কোন গাছে,
নতুন ডালে সে বাঁধুক নীড়।
এখানেই আশেপাশে কিংবা একটু দূরে
যেখানে বুড়ো কাকের ডাক পৌঁছেনা।
অথবা অনেক অনেক দূর....
সাইবেরিয়া, যেখানে জন্ম তার।
সে ফিরে যাক তার নষ্ট নীড়ে
চলে যাক, ফিরে না আসুক কখনও।
একটা পথভ্রষ্ট পাখির জন্য
আমার কিসের এত কষ্ট??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ২৯/০১/২০১৬সত্যিই দারুন
-
সাইদুর রহমান ২২/০১/২০১৬খুব সুন্দর।
-
ধ্রুব রাসেল ২২/০১/২০১৬ভাল লাগলো
-
মোঃ নাজমুল হাসান ২১/০১/২০১৬হৃদয় ছুয়ে গেল...
-
মনিরুজ্জামান জীবন ২০/০১/২০১৬অসাধারণ লেখা,
মুগ্ধতা একরাশ!
সুন্দর অভিব্যক্তির প্রকাশ। -
নির্ঝর ২০/০১/২০১৬ভালো হয়েছে
-
আজিজুল হক ওয়াসিম ২০/০১/২০১৬ভাল
-
মোবারক হোসেন ২০/০১/২০১৬মিছেমিছি!
-
প্রদীপ চৌধুরী ২০/০১/২০১৬খুব ভালো হয়েছে.. একটু ছন্দের দিকে নজর দেবেন. ধন্যবাদ
-
অভিষেক মিত্র ২০/০১/২০১৬ভালো।
-
দ্বীপ সরকার ১৯/০১/২০১৬খুব ভালো লাগলো।