বিবর্ণতার অন্তরালে
চতুর্দিক বিবর্ণ হতে হতে স্বচ্ছ হয়ে যায়
ঘরের আসবাব, পরিচিত চারদিক থেকে
কে যেন শুষে নেয় রঙ,
যেমন করে ভেজা কাপড় থেকে জল
টেনে নেয় বাতাস।
আমার ঘরের ডিস্টেম্বার খসে পড়ে সহসা
রঙহীন, স্বচ্ছ কাঁচের এ্যকুরিয়াম মনে হয়
আমার দু’রুমের ছোট্ট ফ্ল্যাটটাকে।
তিন তলায় রুমা ভাবীর ফ্ল্যাটটাও
স্পষ্ট দেখি আমি।
চেয়ে দেখি পিজন ভাইয়ের গলায় সে
যত্ন করে টাই বেঁধে দিচ্ছে।
আমাদের চার তলার বিল্ডিংটা
আমার চোখে শিসমহল হয়ে ধরা দেয়।
বিবর্ণতার অন্তরালে স্বচ্ছ এক নতুন জগৎ
ধরা পড়ে দৃষ্টিতে।
ঘরের আসবাব, পরিচিত চারদিক থেকে
কে যেন শুষে নেয় রঙ,
যেমন করে ভেজা কাপড় থেকে জল
টেনে নেয় বাতাস।
আমার ঘরের ডিস্টেম্বার খসে পড়ে সহসা
রঙহীন, স্বচ্ছ কাঁচের এ্যকুরিয়াম মনে হয়
আমার দু’রুমের ছোট্ট ফ্ল্যাটটাকে।
তিন তলায় রুমা ভাবীর ফ্ল্যাটটাও
স্পষ্ট দেখি আমি।
চেয়ে দেখি পিজন ভাইয়ের গলায় সে
যত্ন করে টাই বেঁধে দিচ্ছে।
আমাদের চার তলার বিল্ডিংটা
আমার চোখে শিসমহল হয়ে ধরা দেয়।
বিবর্ণতার অন্তরালে স্বচ্ছ এক নতুন জগৎ
ধরা পড়ে দৃষ্টিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান জীবন ১৮/০১/২০১৬শৈল্পিক।
-
মোঃ নাজমুল হাসান ১১/০১/২০১৬সুন্দর ...
-
মাহাবুব ১০/০১/২০১৬ভালো লাগলো কবিতাটা কবি।
-
শিস খন্দকার ০৯/০১/২০১৬বেশ।
-
ধ্রুব রাসেল ০৮/০১/২০১৬অন্যরকম কবিতা! ভাল লেগেছে।