মাতৃভাষার জন্য
(আসামের ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে)
যে ভাষাতে মা'কে ডাকি, কথায় পায় প্রাণ
সে মোদের মাতৃভাষা, ভাষায় দেয় মান।
মায়ের ভাষা কাড়ে ওরা;
জীবন দিয়ে রুখি মোরা,
হবেনা বিফল ভাষা শহীদের অমর জীবন দান।
রচনাকাল -৩রা জৈষ্ঠ ১৪৩১
ইংরেজি -১৭/০৫/২০২৪
যে ভাষাতে মা'কে ডাকি, কথায় পায় প্রাণ
সে মোদের মাতৃভাষা, ভাষায় দেয় মান।
মায়ের ভাষা কাড়ে ওরা;
জীবন দিয়ে রুখি মোরা,
হবেনা বিফল ভাষা শহীদের অমর জীবন দান।
রচনাকাল -৩রা জৈষ্ঠ ১৪৩১
ইংরেজি -১৭/০৫/২০২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২১/০৯/২০২৪লেখাতে সময় দিন ।
-
কামরুজ্জামান সাদ ০২/০৮/২০২৪সুন্দর লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৬/২০২৪অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ১৯/০৫/২০২৪সুন্দর লিমেরীক
-
ফয়জুল মহী ১৮/০৫/২০২৪অসাধারণ