রবীন্দ্র নজরুল
বৈশাখ জৈষ্ঠ এলে হয় সবে মশগুল
কত কথা হয় লেখা রবীন্দ্র নজরল!
নাচে গানে অভিনয়ে নিজস্বী ছবি তুলি
মহড়াতে মেতে মোরা তাদেরই শিক্ষা ভুলি।
রবীন্দ্র নজরুল মাস হয় যবে অবসান
কপট কবিপ্রেম হৃদয় হয় যেন শুনসান।
রচনাকাল ১১/০৫/২০২৪
২৮শে বৈশাখ ১৪৩১
কত কথা হয় লেখা রবীন্দ্র নজরল!
নাচে গানে অভিনয়ে নিজস্বী ছবি তুলি
মহড়াতে মেতে মোরা তাদেরই শিক্ষা ভুলি।
রবীন্দ্র নজরুল মাস হয় যবে অবসান
কপট কবিপ্রেম হৃদয় হয় যেন শুনসান।
রচনাকাল ১১/০৫/২০২৪
২৮শে বৈশাখ ১৪৩১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২১/০৭/২০২৪বেশ সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৫/২০২৪অনন্য
-
আলমগীর সরকার লিটন ১২/০৫/২০২৪চমৎকার কবি দা
-
ফয়জুল মহী ১১/০৫/২০২৪অনন্য