এই বেশ ভালো আছি
আশ্বিনের প্রভাত বেলা
এই বেশ ভালো আছি।
টুং টাং আওয়াজ নেই;
অফিস কাছারী নেই,
কেউ নেই, কোথ্থাও নেই,
বেলা যাওয়ার তাড়া নেই,
মনকাড়া বিকাল নেই,
কিছ্ছু নেই,
একা আছি, আমিতে আছি,
এই বেশ ভালো আছি।
১লা আশ্বিন ১৪৩০
১৯/০৯/২০২৩
এই বেশ ভালো আছি।
টুং টাং আওয়াজ নেই;
অফিস কাছারী নেই,
কেউ নেই, কোথ্থাও নেই,
বেলা যাওয়ার তাড়া নেই,
মনকাড়া বিকাল নেই,
কিছ্ছু নেই,
একা আছি, আমিতে আছি,
এই বেশ ভালো আছি।
১লা আশ্বিন ১৪৩০
১৯/০৯/২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৯/১২/২০২৪চমৎকার
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৮/০২/২০২৪বেশ ভালো
-
কাজী জুবেরী মোস্তাক ১১/১০/২০২৩মুগ্ধতা রেখে গেলাম কবি
-
ফয়জুল্লাহসাকি ২৫/০৯/২০২৩ভালো থাকুন সর্বদা আর লিখতে থাকুন সময় বের করে।
-
মোঃ সোহেল মাহমুদ ২৩/০৯/২০২৩সুন্দর প্রকাশ। শুভকামনা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২০/০৯/২০২৩সুন্দর মনোভাব।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৯/২০২৩সেই ভালো!
-
ফয়জুল মহী ১৯/০৯/২০২৩Very good