মিছিল
সুশীল সমাজ ঘুমিয়ে আছে,
শিরদাঁড়াটা হারিয়ে গেছে।
আমরা সবাই প্রসাদলোভী,
অন্যের চোখে ঘটনা দেখি।
চারিদিকের এ দহন তাপ,
জাগায় না তাই মনস্তাপ।
আমরা এখন পাথরবৎ,
করবো কা'রে কুপোকাত?
প্রতিবাদের ঝড়টা তুলি,
একসাথে এক পথে চলি।
রচনাকাল.....২৯/০৭/২০২৩
বাংলা......১২ই শ্রাবণ ১৪৩০
শিরদাঁড়াটা হারিয়ে গেছে।
আমরা সবাই প্রসাদলোভী,
অন্যের চোখে ঘটনা দেখি।
চারিদিকের এ দহন তাপ,
জাগায় না তাই মনস্তাপ।
আমরা এখন পাথরবৎ,
করবো কা'রে কুপোকাত?
প্রতিবাদের ঝড়টা তুলি,
একসাথে এক পথে চলি।
রচনাকাল.....২৯/০৭/২০২৩
বাংলা......১২ই শ্রাবণ ১৪৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০১/০৮/২০২৩চমৎকার এক অনুভব
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/০৭/২০২৩বেশ বলেছেন!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৭/২০২৩দারুণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৭/২০২৩বেশ
-
শুভজিৎ বিশ্বাস ২৯/০৭/২০২৩Khub sundor