ভুতুড়ে বাড়ি
ঘোষ বাবুর বাগান বাড়ির আঙিনাতে,
পা'য়ে নূপুর নাচত যে পরী দিনেরাতে।
ডাকত হুতোম প্যঁচা;
বলত সে জীবন বাঁচা,
ভয়েতে সেথায় যেতনা কেউ রাতে-প্রাতে।
রচনাকাল .......///// ২১/০৭/২০২৩
বাংলা ৪ঠা শ্রাবণ ১৪৩০
পা'য়ে নূপুর নাচত যে পরী দিনেরাতে।
ডাকত হুতোম প্যঁচা;
বলত সে জীবন বাঁচা,
ভয়েতে সেথায় যেতনা কেউ রাতে-প্রাতে।
রচনাকাল .......///// ২১/০৭/২০২৩
বাংলা ৪ঠা শ্রাবণ ১৪৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৫/১০/২০২৩💝
-
আমি-তারেক ২৩/০৭/২০২৩chotto sundor proyash
-
বোরহানুল ইসলাম লিটন ২২/০৭/২০২৩সুন্দর লিমেরিক!
-
ফয়জুল মহী ২১/০৭/২০২৩বাহ্ ভীষণ সুন্দর লিখেছেন।
-
সুসঙ্গ শাওন ২১/০৭/২০২৩সুন্দর লিখেছেন