অবিকল্পক
অবিকল্পক এ গণতন্ত্রে,
ভরসাহীন লোকতন্ত্রে
শান্ত-শুভ্র স্রোতধারায়,
চমকি উঠি লোহিতধারায়।
মানুষ মানিবে হৃদয়তন্ত্র,
নাই কি আর কোন মন্ত্র?
ঘুচিবে এসব অস্ত্রনীতি,
পাইবে সবে সম-শান্তি !
চাই এমনই এক নবদিগন্ত,
হবে সবে অন্যের একান্ত।
নাশি সব কূট-হিংসা-দ্বেষ,
হবে মানবের জয় অবশেষ।
রচনাকাল.......১৭/০৭/২০২৩
বাংলা -৩১ শে আষাঢ় ১৪৩০
ভরসাহীন লোকতন্ত্রে
শান্ত-শুভ্র স্রোতধারায়,
চমকি উঠি লোহিতধারায়।
মানুষ মানিবে হৃদয়তন্ত্র,
নাই কি আর কোন মন্ত্র?
ঘুচিবে এসব অস্ত্রনীতি,
পাইবে সবে সম-শান্তি !
চাই এমনই এক নবদিগন্ত,
হবে সবে অন্যের একান্ত।
নাশি সব কূট-হিংসা-দ্বেষ,
হবে মানবের জয় অবশেষ।
রচনাকাল.......১৭/০৭/২০২৩
বাংলা -৩১ শে আষাঢ় ১৪৩০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৭/২০২৩বেশ সুন্দর লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০৭/২০২৩মানবের মানবতার জয় হোক, কবির সাথে একই কামনা রইল। ধন্যবাদ জানাই কবিকে সুন্দর লেখার জন্য।
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২৩হৃদয় ছোঁয়া লেখনী কবি!