ফুটল রাইম
(১)
আমি তুমি
স্বপ্ন ভূমি।
(২)
এক দুই
আমি তুই।
(৩)
দর দাম
অবিরাম।
(৪)
নেক আমল
পরকাল।
(৫)
দুখ সুখ
দু`টি মুখ।
(৬)
মন্দ- ভালো
হোক আলো।
(৭)
দেশ কাল
দেখ হাল।
(৮)
আজ কাল
অবিকল।
(৯)
রাষ্ট্র-নীতি
আছে শান্তি।
(১০)
নর- নারী
ঘর বাড়ি।
(১১)
হাবা গোবা
পানা ডোবা।
(১২)
মশা মাছি
বেঁচে আছি।
(১৩)
রোগ -শোক
ব্যর্থ হোক।
(১৪)
রাজা রানী
নাই পানি।
(১৫)
হিংসা দ্বেষ
আফসোস।
(১৬)
ধীর স্থীর
শান্তি নীড়।
(১৭)
চিত্ত বিত্ত
সার সত্য।
(১৮)
আত্ম পর
সরে পড়।
আমি তুমি
স্বপ্ন ভূমি।
(২)
এক দুই
আমি তুই।
(৩)
দর দাম
অবিরাম।
(৪)
নেক আমল
পরকাল।
(৫)
দুখ সুখ
দু`টি মুখ।
(৬)
মন্দ- ভালো
হোক আলো।
(৭)
দেশ কাল
দেখ হাল।
(৮)
আজ কাল
অবিকল।
(৯)
রাষ্ট্র-নীতি
আছে শান্তি।
(১০)
নর- নারী
ঘর বাড়ি।
(১১)
হাবা গোবা
পানা ডোবা।
(১২)
মশা মাছি
বেঁচে আছি।
(১৩)
রোগ -শোক
ব্যর্থ হোক।
(১৪)
রাজা রানী
নাই পানি।
(১৫)
হিংসা দ্বেষ
আফসোস।
(১৬)
ধীর স্থীর
শান্তি নীড়।
(১৭)
চিত্ত বিত্ত
সার সত্য।
(১৮)
আত্ম পর
সরে পড়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/০৪/২০২২সুন্দর প্রচেষ্টা
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৪/২০২২অতুলণীয় সৃজন প্রিয় কবি!
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০২২কিছুই বুঝিনি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৪/২০২২সুন্দর লেখা।