ট্রায়োলেট-১
সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ্যে রোদন।
নাই তাই কোকিলের আগমনী গান,
সবুজ বনানী মোরা করেছি ছেদন।
শুনিনা আর বহুকাল পাখীর কুজন,
কাকলীর কলতান হারিয়েছে ভূবন।
সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ্যে রোদন।
রচনাকাল........////---১৬/০৩/২০২২
১লা চৈত্র ১৪২৮
করেছি বৃথাই শুধু অরণ্যে রোদন।
নাই তাই কোকিলের আগমনী গান,
সবুজ বনানী মোরা করেছি ছেদন।
শুনিনা আর বহুকাল পাখীর কুজন,
কাকলীর কলতান হারিয়েছে ভূবন।
সবুজ বনানী মোরা করেছি ছেদন,
করেছি বৃথাই শুধু অরণ্যে রোদন।
রচনাকাল........////---১৬/০৩/২০২২
১লা চৈত্র ১৪২৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৮/০৩/২০২২সুন্দর লিখেছেন
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০৩/২০২২প্রতিটি চরণের শেষে ‘ন’ থাকার জন্য ট্রায়োলেটের অন্ত্যমিল জৌলুস হারিয়েছে!
তবুও মুগ্ধতা রইল! -
অভিজিৎ হালদার ১৭/০৩/২০২২ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৩/২০২২ভাল।
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২২খুব সুন্দর লেখা।