ব্যর্থ প্রতিক্ষা
গোলাপ হাতে দাঁড়িয়ে
আছি বেড়ার ধারে
দীর্ঘ প্রতিক্ষায়।
রেশম কালো অপরূপ
বিনুনী দোলা দিচ্ছে
তোমার খোলা জানালায়।
বাইরে ঝিঁ ঝিঁ পোকার
গান শুধুই ব্যাঙ্গের সুরে
ভরিয়েছে রাত।
শুভেচ্ছার গোলাপ নিতে
এলেনা তুমি।
এখনও ঠাঁই দাঁড়িয়ে
প্রতিক্ষায়।
রচনাকাল.....০৪/০৫/২০২০
আছি বেড়ার ধারে
দীর্ঘ প্রতিক্ষায়।
রেশম কালো অপরূপ
বিনুনী দোলা দিচ্ছে
তোমার খোলা জানালায়।
বাইরে ঝিঁ ঝিঁ পোকার
গান শুধুই ব্যাঙ্গের সুরে
ভরিয়েছে রাত।
শুভেচ্ছার গোলাপ নিতে
এলেনা তুমি।
এখনও ঠাঁই দাঁড়িয়ে
প্রতিক্ষায়।
রচনাকাল.....০৪/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৩/০৩/২০২২প্রতীক্ষা অবিরাম।
-
আলমগীর সরকার লিটন ১২/০৩/২০২২সুন্দর
-
ফয়জুল মহী ১১/০৩/২০২২অনন্য সুন্দর শব্দচয়ন,