আঁধার-আলো
পৃথিবী ব্যাপ্ত অন্ধকারে,
দুরাশার কালো মেঘ
আর----
আষাঢ়ের অকাল বর্ষণে
বানভাসি মানুষ আমরা
বামভাসি।
সর্বশ্রান্ত, বাস্তুহারা যদিও,
দিই ভোট ফীবছর, নিজ
অধিকারে।
"গণতন্ত্র রব" তুলে যুদ্ধ হয় যত,
আকাশ লাল হয়:
আমাদের শোণিতসিক্ত লাল পতাকায়!
তবু------
লোকতন্ত্রের ধ্বজা উড়িয়ে আসে
নির্বাচন,
কোটি কোটি টাকা ওড়ে বাতাসে বাতাসে
পদ্মাপাড় ভেঙে পড়ে চোখের নিমেষে।
তমসাবৃত পৃথিবীর-----
স্তুপাকৃত টাকার পাহাড়ে,
অতিশয় শ্বাপদ ফণা তুলে
বারংবার ক'রে আস্ফালন
এ পোড়া দেশে!
অভুক্ত মানুষের কলজে নিংড়ে
পদ্মার চোরাশ্রোত কেড়ে নেয়,
আমাদের বাঁচার স্বপ্ন----------।
রচনাকাল -০৮/০৭/২০০৬
দুরাশার কালো মেঘ
আর----
আষাঢ়ের অকাল বর্ষণে
বানভাসি মানুষ আমরা
বামভাসি।
সর্বশ্রান্ত, বাস্তুহারা যদিও,
দিই ভোট ফীবছর, নিজ
অধিকারে।
"গণতন্ত্র রব" তুলে যুদ্ধ হয় যত,
আকাশ লাল হয়:
আমাদের শোণিতসিক্ত লাল পতাকায়!
তবু------
লোকতন্ত্রের ধ্বজা উড়িয়ে আসে
নির্বাচন,
কোটি কোটি টাকা ওড়ে বাতাসে বাতাসে
পদ্মাপাড় ভেঙে পড়ে চোখের নিমেষে।
তমসাবৃত পৃথিবীর-----
স্তুপাকৃত টাকার পাহাড়ে,
অতিশয় শ্বাপদ ফণা তুলে
বারংবার ক'রে আস্ফালন
এ পোড়া দেশে!
অভুক্ত মানুষের কলজে নিংড়ে
পদ্মার চোরাশ্রোত কেড়ে নেয়,
আমাদের বাঁচার স্বপ্ন----------।
রচনাকাল -০৮/০৭/২০০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১১/০৩/২০২২সুন্দর লিখেছেন।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৩/২০২২অভ্যন্তরে অতুলণীয় মানবিক উচ্চারণ!
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ১১/০৩/২০২২অনেক সুন্দর লেখেছেন।সত্যি কথাই বলেছেন। শুভেচ্ছা রইলো কবি।
-
ফয়জুল মহী ১০/০৩/২০২২বাহ্ খুব খুব ভালো লাগলো কবি
-
অভিজিৎ হালদার ১০/০৩/২০২২সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতায়