লিমেরিক
তিনটি শালিক
শীত সকালে মিষ্টি রোদের আল্পনাতে,
ঘোষ-জায়াদের রেলিং ভাঙা বারান্দাতে
তিনটি শালিক ব'সে,
গান ধরেছে র'সে
তাই'না দেখে ঘোষ গিন্নি হাসেন আহ্লাদেতে।
মিত্তির গিন্নি
মিত্তির গিন্নি নাম তার তিন্নি,
গ্রাম ছেড়ে কখনও শহরেতে যাননি
হাতে নিয়ে শিশি,
দাঁতে ঘষে মিশি,
রাঁধে শুধু শিরনি, মিত্তির গিন্নি।
রচনা কাল ........///-০৯/০৩/২০২২
শীত সকালে মিষ্টি রোদের আল্পনাতে,
ঘোষ-জায়াদের রেলিং ভাঙা বারান্দাতে
তিনটি শালিক ব'সে,
গান ধরেছে র'সে
তাই'না দেখে ঘোষ গিন্নি হাসেন আহ্লাদেতে।
মিত্তির গিন্নি
মিত্তির গিন্নি নাম তার তিন্নি,
গ্রাম ছেড়ে কখনও শহরেতে যাননি
হাতে নিয়ে শিশি,
দাঁতে ঘষে মিশি,
রাঁধে শুধু শিরনি, মিত্তির গিন্নি।
রচনা কাল ........///-০৯/০৩/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/০৩/২০২২সুন্দর লিমেরিক।
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২২চমৎকার শব্দের চাষাবাদ।
-
অভিজিৎ হালদার ০৯/০৩/২০২২ভালো ভাবনার বহিঃপ্রকাশ
-
রূপক কুমার রক্ষিত ০৯/০৩/২০২২nice