প্রবাসীর পত্র--৩
কল্যাণীয়েষু,
এ কালবেলায় কেমন আছ?
এখন উন্নত প্রযুক্তির,
হালকা ধাতুর
প্লাস্টিক সভ্যতার যুগ।
মানুষ মানুষের খোঁজ রাখেনা।
এখন মুঠোফোনের কতরকম কারসাজি!
এক লহমায় গোটা দুনিয়া
হাতের মুঠোয়।
তবু আমরা কাছের মানুষের
বহু দূরে। পত্রালাপ বিরল!
যুগের তালে আমিও......।
প্রায় দশককাল পরে
শোভন, তোমাকে লিখছি।
মনে আছে, রক্তেভেজা আলপথ?
উদ্ধত বেয়নটের সামনে
জনতার উত্তাল সমুদ্র ?
"বদলা নয়, বদলের আশে"
নিঃশব্দ বিপ্লবে,
পরিবর্তনের ঢেউ সেদিন বাংলাকে
করেছিল আনন্দপ্লাবিত।
এক দশককাল পরেও,
মা-মাটি-মানুষ হতাশাক্লিষ্ট!
বেকারী, মূল্যবৃদ্ধি, গুম-হত্যা,
গুলি-বন্দুকের লড়াই আর
নিজের কোলো ঝোলটানা
বহমান আজও।
এ সব দেখে দেখে
বড্ড ক্লান্ত। হতাশায় মূহম্যান!
শোভন, এই পরিবর্তনই কি চেয়েছিলে?
"হাড়-হিম আতঙ্ক" জয় করে
অর্জিত মুক্তির স্বাদ আজও
পাইনি তোমার আমার বাংলা।
শোভন,
দিন বদলের স্বপ্ন দেখি আজও।
তোমরা বয়সে নবীন,
সাহসী বুকে একবার 'দাঁড়াও দেখি সবে'
পরিবর্তনেরও চাই পরিবর্তন।
তাই, সবহারাদের মাঝে,
চেতনার অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাও।
বল এ দেশ আমার।
এ মাটি আমার।
আমারই স্বপ্ন মুকুলিত এ বাংলায়।
আর্শীবাদ করি,
জয় তোমার, তোমাদের সুনিশ্চিত।
রচনাকাল.…......১৪/১০/২০২০
এ কালবেলায় কেমন আছ?
এখন উন্নত প্রযুক্তির,
হালকা ধাতুর
প্লাস্টিক সভ্যতার যুগ।
মানুষ মানুষের খোঁজ রাখেনা।
এখন মুঠোফোনের কতরকম কারসাজি!
এক লহমায় গোটা দুনিয়া
হাতের মুঠোয়।
তবু আমরা কাছের মানুষের
বহু দূরে। পত্রালাপ বিরল!
যুগের তালে আমিও......।
প্রায় দশককাল পরে
শোভন, তোমাকে লিখছি।
মনে আছে, রক্তেভেজা আলপথ?
উদ্ধত বেয়নটের সামনে
জনতার উত্তাল সমুদ্র ?
"বদলা নয়, বদলের আশে"
নিঃশব্দ বিপ্লবে,
পরিবর্তনের ঢেউ সেদিন বাংলাকে
করেছিল আনন্দপ্লাবিত।
এক দশককাল পরেও,
মা-মাটি-মানুষ হতাশাক্লিষ্ট!
বেকারী, মূল্যবৃদ্ধি, গুম-হত্যা,
গুলি-বন্দুকের লড়াই আর
নিজের কোলো ঝোলটানা
বহমান আজও।
এ সব দেখে দেখে
বড্ড ক্লান্ত। হতাশায় মূহম্যান!
শোভন, এই পরিবর্তনই কি চেয়েছিলে?
"হাড়-হিম আতঙ্ক" জয় করে
অর্জিত মুক্তির স্বাদ আজও
পাইনি তোমার আমার বাংলা।
শোভন,
দিন বদলের স্বপ্ন দেখি আজও।
তোমরা বয়সে নবীন,
সাহসী বুকে একবার 'দাঁড়াও দেখি সবে'
পরিবর্তনেরও চাই পরিবর্তন।
তাই, সবহারাদের মাঝে,
চেতনার অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাও।
বল এ দেশ আমার।
এ মাটি আমার।
আমারই স্বপ্ন মুকুলিত এ বাংলায়।
আর্শীবাদ করি,
জয় তোমার, তোমাদের সুনিশ্চিত।
রচনাকাল.…......১৪/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৩/২০২২অতুলণীয় আন্তরিক উচ্চারণ!
-
অভিজিৎ হালদার ০৬/০৩/২০২২বেশ আবেগময় অনুভূতি
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২২অসাধারণ
শুভ কামনা অফুরান। -
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ০৬/০৩/২০২২ছন্দের যাদুতে আধুনিক প্রযুক্তির নিঃস্ব ও সার্থপরতার বেশ প্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২২বেশ দ্রোহের ভাবনা কবি দা