শ্বেত কবুতর
এখন চারিদিকে শুধুই
যুদ্ধের দামামা।
শকুনির বিষ নখর এখন
আঁচড়ে কামড়ে খেয়ে চলেছে
সভ্যতা। সুস্থ চিন্তা, বিবেকবোধ।
এ উন্মত্ত পৃথিবীতে তাই
শ্বেত কবুতর চাই-ই-চাই।
শাণিত চেতনাদীপ্ত মিছিলে
তাই চল,
পা মেলাই।
রচনাকাল......///০৫/০৩/২০২২
যুদ্ধের দামামা।
শকুনির বিষ নখর এখন
আঁচড়ে কামড়ে খেয়ে চলেছে
সভ্যতা। সুস্থ চিন্তা, বিবেকবোধ।
এ উন্মত্ত পৃথিবীতে তাই
শ্বেত কবুতর চাই-ই-চাই।
শাণিত চেতনাদীপ্ত মিছিলে
তাই চল,
পা মেলাই।
রচনাকাল......///০৫/০৩/২০২২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ০৬/০৩/২০২২এ যেন নজরুল আর শামসুর রহমান এর কবিতার অগ্নি ঝরা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/০৩/২০২২বেশ সুন্দর ভাবনা।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/০৩/২০২২চমৎকার প্রকাশ!
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২২সুন্দর প্রকাশ
বেশ ভালো লাগলো -
মোঃ আমিনুল ইসলাম মিঠু ০৫/০৩/২০২২অনন্য কবিতা। ভাল থাকুন সব সময়