তোমার জন্যই
তোমার জন্যই
উদার আকাশ, নীল নীলিমায়
মেঘের ভেলা,
তোমার জন্যই
বাতাস শনশন, শরীর জুড়ায়
গ্রীষ্ম বেলা।
তোমার জন্যই
সবুজ ক্ষেত, ধানের শীষে
খুশির মেলা।
তোমার জন্যই
নয়নাভিরাম নির্জনতায়
পাহাড় জুড়ে ঝর্ণা ধারা।
তোমার জন্যই
মুক্ত মনে বেড়ায় উড়ে
বনের পাখি বাঁধন হারা।
তোমার জন্যই
দেশে দেশে ঘরে ঘরে,
অমানিশায় দ্বীপান্বিতা ।
পূর্ণিমার জোৎস্নালোকে,
তোমার জন্যই
রামধনু রং বৃষ্টি স্নাতা।
প্রজাপতি হৃদয় জুড়ে,
মোনালিসা তোমার জন্যই
জগৎ জুড়ে বেড়ায় উড়ে।
রচনাকাল ..........১৬/১১/২০২০
উদার আকাশ, নীল নীলিমায়
মেঘের ভেলা,
তোমার জন্যই
বাতাস শনশন, শরীর জুড়ায়
গ্রীষ্ম বেলা।
তোমার জন্যই
সবুজ ক্ষেত, ধানের শীষে
খুশির মেলা।
তোমার জন্যই
নয়নাভিরাম নির্জনতায়
পাহাড় জুড়ে ঝর্ণা ধারা।
তোমার জন্যই
মুক্ত মনে বেড়ায় উড়ে
বনের পাখি বাঁধন হারা।
তোমার জন্যই
দেশে দেশে ঘরে ঘরে,
অমানিশায় দ্বীপান্বিতা ।
পূর্ণিমার জোৎস্নালোকে,
তোমার জন্যই
রামধনু রং বৃষ্টি স্নাতা।
প্রজাপতি হৃদয় জুড়ে,
মোনালিসা তোমার জন্যই
জগৎ জুড়ে বেড়ায় উড়ে।
রচনাকাল ..........১৬/১১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ১১/০৭/২০২১রামধনু রঙ বৃষ্টি স্নাতা....। দারুন লাগলো প্রিয় কবি।শব্দের প্রয়োগ যথার্থ। পাঠে আনন্দস্নাত হলাম। ভালোলাগা ও শুভেচ্ছা জানালাম।
-
ন্যান্সি দেওয়ান ০১/০৫/২০২১So Nice
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৪/২০২১বাঃ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৪/২০২১তোমার জন্যই
বাঁধি বাসা
তোমার জন্যই
ভালোবাসা। -
ফয়জুল মহী ২৫/০৪/২০২১শব্দ বর্ণ ও চয়নে স্বকীয়তা আছে।