অর্ধ শতবর্ষ পরেও
অর্ধ শতবর্ষ পরেও,
বাংলার ঘরে ঘরে,
মুক্তিকামী মানুষের
প্রতিবাদের কন্ঠস্বর
উদ্বেলিত করে হৃদয়।
আজও,
শোষণ-নীপিড়ন-অত্যাচার
আর; নিরন্ন বুভুক্ষা
দিনলিপি আমাদের।
আজও,
না পাওয়ার যন্ত্রনা,
" পথে- ঘাটে- ট্রাকে-ট্রাম
লাইনে, পরের বাড়ী ``
নিরাপদ নয়;
নিরাপদ নয় নারী।
আজও,
বাংলার আকাশে-বাতাসে,
পোড়া বারুদের গন্ধে,
আতঙ্কের প্রহর গুণী।
আজও,
মুক্তির স্বাদ হয়নি অর্জিত।
আজও,
আমার বাংলা, আমার স্বদেশ,
তোমার বাংলার,
সবুজ মাটি, হলুদ বনানী
আর; বঞ্চিত মানুষের
রক্তে -শেকড়ে মিশে এক
বিশ্ব-বাংলায়,
রফিক-সালাম-বরকতে
একাকার লীন।
তুমি, এ বিশ্ব-বাংলার
মুক্তি সূর্য,
বঙ্গ বন্ধু শেখ মুজিব
শিখিয়েছ লড়তে,
"যার যা আছে হাতে নিয়ে''।
তোমার উজ্জীবনী আহবান
জাগিয়েছিল জাতীয় চেতনা,
লড়াকু বিবেক,
অপ্রতিরোধ্য সাহসিকতা।
আজও,
চাই সে উদাত্ত আহ্বান।
বিশ্ববাংলার মুক্তি সূর্য,
অর্ধ শতবর্ষ পরেও,
তাই, তোমাকে
তোমাকেই চাই।
রচনাকাল ..........২৬/০৩/২০২১
বাংলার ঘরে ঘরে,
মুক্তিকামী মানুষের
প্রতিবাদের কন্ঠস্বর
উদ্বেলিত করে হৃদয়।
আজও,
শোষণ-নীপিড়ন-অত্যাচার
আর; নিরন্ন বুভুক্ষা
দিনলিপি আমাদের।
আজও,
না পাওয়ার যন্ত্রনা,
" পথে- ঘাটে- ট্রাকে-ট্রাম
লাইনে, পরের বাড়ী ``
নিরাপদ নয়;
নিরাপদ নয় নারী।
আজও,
বাংলার আকাশে-বাতাসে,
পোড়া বারুদের গন্ধে,
আতঙ্কের প্রহর গুণী।
আজও,
মুক্তির স্বাদ হয়নি অর্জিত।
আজও,
আমার বাংলা, আমার স্বদেশ,
তোমার বাংলার,
সবুজ মাটি, হলুদ বনানী
আর; বঞ্চিত মানুষের
রক্তে -শেকড়ে মিশে এক
বিশ্ব-বাংলায়,
রফিক-সালাম-বরকতে
একাকার লীন।
তুমি, এ বিশ্ব-বাংলার
মুক্তি সূর্য,
বঙ্গ বন্ধু শেখ মুজিব
শিখিয়েছ লড়তে,
"যার যা আছে হাতে নিয়ে''।
তোমার উজ্জীবনী আহবান
জাগিয়েছিল জাতীয় চেতনা,
লড়াকু বিবেক,
অপ্রতিরোধ্য সাহসিকতা।
আজও,
চাই সে উদাত্ত আহ্বান।
বিশ্ববাংলার মুক্তি সূর্য,
অর্ধ শতবর্ষ পরেও,
তাই, তোমাকে
তোমাকেই চাই।
রচনাকাল ..........২৬/০৩/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৫/০৪/২০২১Darun......
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০২১দেশ শ্বাপদমুক্ত হোক।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৪/২০২১সুন্দর ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৪/২০২১অর্ধ শত বর্ষ পর
মুক্তিযোদ্ধাদের নেই ঘর,
নেই স্বাধীনতা
শুধু পরাধীনতা।