হঠাৎ দেখা
শ্রাবণের প্লাবনে এক পড়ন্ত বিকেলে,
নির্জন রেলস্টেশনের ছাউনিতে
তোমাকে দেখেছিলাম
উদাস চোখের পিপাসায়,
মোনালিসা।
সহস্র আলোকবর্ষ দূর থেকেও
তোমার মোহনীয় চোখের যাদু ,
হাওয়ায় উড়ন্ত রেশমি কালো চুল,
গোলাপ পাঁপড়ি ওষ্ঠ,
আমাকে ঠিকই চিনিয়ে দেয়
তুমি মোনালিসা।
তোমাকে দেখেছিলাম
পূর্ণ জোৎসনার আলোকস্নাত,
নবারুনের সাজে।
তোমার সেই অপলক দৃষ্টি,
চোখে চিকচিকে জল,
আবেগ জড়ানো কন্ঠের আকুতিতে
দাঁড়াতে পারিনি।
দূরে নির্জনে লুকিয়েছিলাম
নিজেকে।
তারপর .............
কত শীত বসন্ত পেরিয়ে
অযুত বৎসর পর
হঠাৎ দেখা,
ভেবেছিলাম এক পৃথিবী
কথায় ভাসাব,
পারিনি বলতে কিছুই।
রবি কবির লাইন চুরি করে
বলেছিলাম, " আমাদের যে দিন গেছে
চলি, একেবারেই কী গেছে ?''
তোমার কথা মালগাড়ির
বিকট আওয়াজে শুনতে পাইনি।
স্বপ্নের ঘর কাটতেই , বিছানায়
নির্ঘুম বাকি রাত।
রচনাকাল...........২৯/১০/২০২০
নির্জন রেলস্টেশনের ছাউনিতে
তোমাকে দেখেছিলাম
উদাস চোখের পিপাসায়,
মোনালিসা।
সহস্র আলোকবর্ষ দূর থেকেও
তোমার মোহনীয় চোখের যাদু ,
হাওয়ায় উড়ন্ত রেশমি কালো চুল,
গোলাপ পাঁপড়ি ওষ্ঠ,
আমাকে ঠিকই চিনিয়ে দেয়
তুমি মোনালিসা।
তোমাকে দেখেছিলাম
পূর্ণ জোৎসনার আলোকস্নাত,
নবারুনের সাজে।
তোমার সেই অপলক দৃষ্টি,
চোখে চিকচিকে জল,
আবেগ জড়ানো কন্ঠের আকুতিতে
দাঁড়াতে পারিনি।
দূরে নির্জনে লুকিয়েছিলাম
নিজেকে।
তারপর .............
কত শীত বসন্ত পেরিয়ে
অযুত বৎসর পর
হঠাৎ দেখা,
ভেবেছিলাম এক পৃথিবী
কথায় ভাসাব,
পারিনি বলতে কিছুই।
রবি কবির লাইন চুরি করে
বলেছিলাম, " আমাদের যে দিন গেছে
চলি, একেবারেই কী গেছে ?''
তোমার কথা মালগাড়ির
বিকট আওয়াজে শুনতে পাইনি।
স্বপ্নের ঘর কাটতেই , বিছানায়
নির্ঘুম বাকি রাত।
রচনাকাল...........২৯/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৯/২০২৩অসাধারণ!
-
ফয়জুল মহী ০৮/১১/২০২০বাহ্ চমৎকার লিখেছন
-
পি পি আলী আকবর ০৮/১১/২০২০সুন্দর