www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উপলব্ধি

এখন আমি ক্লান্ত।
বিছানায় গা এলিয়ে ভাবছি।
অতীত গানের সুরে,
উদ্বেলিত করছে হৃদয়।
পঁচিশ বছর করেছি পার।
ভাবিনি কখনো,
বেকারি ! হতাশা ! আশাহীনতায়
আমার জীবন হবে ভারাক্রান্ত।
আমি নুজ্ব্য তবুও,
একজোড়া রঙ্গিন স্বপ্নালু চোখে
দৃশ্যমান জগতের ছবি আঁকতেই
পঁচিশটা বছর অতিক্রান্ত।

ভেবেছিলাম --------
একটা ছোট্ট সুখের নীড়ে
রচনা করবো আমার ভবিষৎ।
লাল টকটকে সিঁদুরের মতই
উদ্ভাসিত কল্পনায়
মরীচিকার পিছনে ছুটেছি,
হয়েছি দিকভ্রান্ত।

কখনও ভাবিনি ------
মানুষ নিয়ে ভাববো,
ভাববো দেশ নিয়ে,
আত্মতুষ্টিতে নিমগ্ন হয়েও
জামার ঘর শুধুই শূন্য !

তাই, কোয়েল,
আজ আর আত্মতোষণ নয়,
গণসংগ্রামে মেলাও নিজেকে,
মাটির পৃথিবীতেই
রচিত হোক
মহামানবের স্বর্গভূমি।


রচনাকাল ............... ২২/০১/১৯৯৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast