www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাই প্রত‍্যাঘাত

নারী দেহ ভোগ‍্যবস্তু এখন।
নারীকে সহজেই
উদগ্র লালসায়,
পাশবিক আঘাতে
ক্ষতবিক্ষত, রক্তাক্ত করা যায়।
আবার লোকচক্ষুর আড়ালে
নিকষ কালো আঁধারে
পুড়িয়েও ফেলা যায়।

সতীদাহে বাধা আছে,
সমাজ-রাষ্ট্রের!
নারীদাহে?
মিডিয়ার ঝলকানি।
মোমবাতি মিছিল আর
কলম বিপ্লব।
তবু,
নির্ভয়া-মনীষারা আজও
বাঁচার শেষ লড়াইয়ে হারে
হেরেই চলে......।

নয়নাশ্রু আর নয়।
চাই প্রত‍্যাঘাত।
আধপোড়া মোমবাতিকে
অগ্নি মশালে জ্বালাও।
খোঁপায় গোঁজ গোলাপ কাঁটা,
শাড়ির ভাঁজে আলপিন আর
বুকের মাঝে পাতিক্ষুর।

গোল্লাচ্ছুট খেলিস না আর
তার চেয়ে মা ভাজ মুগুর
নরপশুর চোখে হানতে
হাত হোক তোর বিষনখর।

অবলা আর থাকিসনা মা,
নিজের বলে বাঁচতে শেখ
নিথর দেহ হওয়ার আগেই
সব কটাকেই কর আঘাত
এ ছাড়া আর নাই যে পথ
এবার চাই প্রত‍্যাঘাত।


রচনাকাল.......০৬/১০/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যারা এমন মন্দ কাজে লিপ্ত ধরে ধরে এদের ঘাড় মটকিয়ে দাও।
    এ জন্য সবার একতা দরকার। এদের প্রতি চরম ঘৃণা ছড়িয়ে দাও।
  • Md. Rayhan Kazi ০৩/১১/২০২০
    বাহ্ চমৎকার
  • চিন্তার বাস্তবতা বিদ্যমান।
  • ফয়জুল মহী ০২/১১/২০২০
    বাহ , বেশ মোহনীয় পরিবেশন।
  • কুমারেশ সরদার ০২/১১/২০২০
    চমৎকার ভাবনা
  • সমাজ এখন কলুষিত।
  • বাস্তবিক।
 
Quantcast