আমি তুমি ও সে
আমি তুমি ও সে
অর্থাৎ
আমরা তিনজন,
হাঁটছি পায়ে, পায়ে।
তুমি আমার স্বপ্ন।
সে বাস্তব।
স্বপ্ন আমাকে ছোটায়।
ছুটেই চলি।
বাস্তব আমার স্বপ্ন পূরনে
অন্তরায়, ছুটি তবুও।
রঙিন ডানায় কত
কল্পনার ফানুস ওড়ায় স্বপ্ন।
বাস্তবের মাটি কঠিন,
শুস্ক, নীরস!
বাস্তবের কাঠিন্য বারবার
শেখায় শক্ত মাটিতে
ঋজু মেরুদণ্ডে দাঁড়াতে।
তবুও
আমি, স্বপ্ন আর বাস্তব
অর্থাৎ আমরা তিনজন
হাঁটছি, হাঁটছি আর হাঁটছি.…....
রচনাকাল......২৮/০৯/২০২০
অর্থাৎ
আমরা তিনজন,
হাঁটছি পায়ে, পায়ে।
তুমি আমার স্বপ্ন।
সে বাস্তব।
স্বপ্ন আমাকে ছোটায়।
ছুটেই চলি।
বাস্তব আমার স্বপ্ন পূরনে
অন্তরায়, ছুটি তবুও।
রঙিন ডানায় কত
কল্পনার ফানুস ওড়ায় স্বপ্ন।
বাস্তবের মাটি কঠিন,
শুস্ক, নীরস!
বাস্তবের কাঠিন্য বারবার
শেখায় শক্ত মাটিতে
ঋজু মেরুদণ্ডে দাঁড়াতে।
তবুও
আমি, স্বপ্ন আর বাস্তব
অর্থাৎ আমরা তিনজন
হাঁটছি, হাঁটছি আর হাঁটছি.…....
রচনাকাল......২৮/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/১১/২০২০বাহ! সুন্দর অনুভূতির ছোঁয়া।
-
ফয়জুল মহী ০২/১১/২০২০সুনির্মল লিপির ভালোবাসায় সিক্ত মন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/১১/২০২০That's fine.
-
Md. Jahangir Hossain ০২/১১/২০২০স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে।