www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের ডাক

এখন যে সময়,
বিচ্ছিন্ন ব'সে থাকা
আর নয়।
চারিদিকে এখন
ফানুস উড়িয়ে, বাজী
পুড়িয়ে মেকী বিপ্লবের
স্বপ্নে বুঁদ কিছু স্বার্থান্বেষী,
মানুষের দাবী
অন্ন-বস্ত্র-শিক্ষা-চিক্কিসাকে
দুপায়ে মাড়িয়ে
গদী দখলের উদগ্র বাসনালিপ্ত।

উন্নত সভ‍্যতার সমুন্নত সরকার,
শিল্প বিকাশের গল্প শুনিয়ে
উর্বরা কৃষি জমি
মুনাফাখোর দু-একজন কে
ভেট দিয়ে, জেতে ভোট।
মানুষের সব আশা
নিরাশার কালো মেঘে
চাপা পড়ে।

তবু
মেঘের চাদর সরিয়ে
নির্মল আলো
মনুষ‍্যত্বের আধারে বাঁচাতে শেখা
কতিপয় লড়াকু মানুষের
পথে-পথে সাথী হয়।

চারিদিকে
নির্লিপ্ত মানুষের
হৃদয়হীনতার মাঝেও
এই পথই
মুক্তির অগ্রদূত।
তাই, এসো
যুগযুগান্ত বঞ্চিত যত
আশাহত মজুর-কৃষাণ
কর্মচ‍্যূত, ভূমিচ‍্যূত যত ভাই-বোন
পথে নামি।
সময় দিয়েছে ডাক
চলো, শাণিত আয়ূধ হাতে
করি শত্রুর মোকাবিলা।


রচনাকাল.......৩০/০১/২০০৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast