দেশের রাজা
রাজা আসে, রাজা যায়
নীল জামা গা'য়
লাল জামা গা'য়।
রাজত্ব বদলায়।
ছলে-বলে সফলকাম
দেশের রাজা অতিবাম,
জপে সদায় রামনাম
রং যে প্রিয় ঘণশ্যাম।
রাজা আসে ঘুরেফিরে
ভিখ্ চায় সে দ্বারে দ্বারে,
রাজা দেশের জনগণে
শোনায় শপথ মনেপ্রাণে।
দেশ সেবায় দশের তরে
আনবে সুদিন ঘরে ঘরে।
দেশের রাজা হাউই চড়ে,
দেশ বিদেশে বেড়ায় উড়ে।
প্রতিশ্রুতির ফাঁকা বুলি,
রাজা শুধুই যায় যে ভুলি।
বেনিয়াদের খুশির দিন,
শকুনি দেয় কৃষিঋণ।
কৃষিঋণের ফাঁদে পড়ে,
মরছে চাষী ঘরে ঘরে।
কলকারখানায় ঝুলছে তালা,
এবার মজুর মরার পালা।
চাটুকারের দারুণ দাপে,
কাটায় যে দিন অনুতাপে।
আনাজপাতির দাম আগুন,
বাড়ছে ক্রমেই চর্তুগুন।
শিক্ষা এখন পণ্য যেন,
চিকিৎসাতেও মূল্য গনো।
কাটল এমনই বছর পাঁচ,
জনতার মন করে আচ
রাজা ক'রে ফন্দিফিকির,
নতুন বেশে হয় হাজির।
উন্নয়নের গল্প শোনায়,
জনগণে ভোলায় মায়ায়।
বলে শোন অকিঞ্চনে,
শত্রু-মিত্র লও গো চিনে।
নইলে শুধুই গরল পানে,
মারবে তুমি আত্মজনে।
তোমার একটি ছোট্ট ভুলে
যাবে যে দেশ রসাতলে।
রচনাকাল..........১২/১০/২০২০
-------------------------
আচে / অনুমান করে
দাপে/ দাপটে
অকিঞ্চনে / সাধারন মানুষ
নীল জামা গা'য়
লাল জামা গা'য়।
রাজত্ব বদলায়।
ছলে-বলে সফলকাম
দেশের রাজা অতিবাম,
জপে সদায় রামনাম
রং যে প্রিয় ঘণশ্যাম।
রাজা আসে ঘুরেফিরে
ভিখ্ চায় সে দ্বারে দ্বারে,
রাজা দেশের জনগণে
শোনায় শপথ মনেপ্রাণে।
দেশ সেবায় দশের তরে
আনবে সুদিন ঘরে ঘরে।
দেশের রাজা হাউই চড়ে,
দেশ বিদেশে বেড়ায় উড়ে।
প্রতিশ্রুতির ফাঁকা বুলি,
রাজা শুধুই যায় যে ভুলি।
বেনিয়াদের খুশির দিন,
শকুনি দেয় কৃষিঋণ।
কৃষিঋণের ফাঁদে পড়ে,
মরছে চাষী ঘরে ঘরে।
কলকারখানায় ঝুলছে তালা,
এবার মজুর মরার পালা।
চাটুকারের দারুণ দাপে,
কাটায় যে দিন অনুতাপে।
আনাজপাতির দাম আগুন,
বাড়ছে ক্রমেই চর্তুগুন।
শিক্ষা এখন পণ্য যেন,
চিকিৎসাতেও মূল্য গনো।
কাটল এমনই বছর পাঁচ,
জনতার মন করে আচ
রাজা ক'রে ফন্দিফিকির,
নতুন বেশে হয় হাজির।
উন্নয়নের গল্প শোনায়,
জনগণে ভোলায় মায়ায়।
বলে শোন অকিঞ্চনে,
শত্রু-মিত্র লও গো চিনে।
নইলে শুধুই গরল পানে,
মারবে তুমি আত্মজনে।
তোমার একটি ছোট্ট ভুলে
যাবে যে দেশ রসাতলে।
রচনাকাল..........১২/১০/২০২০
-------------------------
আচে / অনুমান করে
দাপে/ দাপটে
অকিঞ্চনে / সাধারন মানুষ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাজেরা কোরেশী অপি ০২/১১/২০২০অনবদ্য রচনা, খুবই ভালো লাগলো। ভালো থাকেন কবি চিরন্তন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/১১/২০২০অসাধারণ,
রাজা রাজ্য নিয়ে ব্যস্ত, রাজ্য ধ্বংস লিলায় ব্যস্ত -
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩১/১০/২০২০অসাধারণ লেখনী। কবিকে ধন্যবাদ ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩১/১০/২০২০দারুন
-
আব্দুর রহমান আনসারী ৩১/১০/২০২০ধন্যবাদ
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০অপূর্ব লিখনী