আজগুবি ছড়া
ছড়া--১
রোদে পুড়ে দুপুরে
যায় হাটে হাটুরে।
রসে ভরা চম্ চম্
করে নেয় দরদাম,
জমবে ভাল আহারে।
ছড়া-২
ঝিঁ ঝিঁ পোকার পালকীতে,
জ্বেলেছে আলো জোনাকীতে।
জ্বলছে আঁচ,
ভাজছে মাছ।
বৌ নাই গো বৌভাতে।
ছড়া-৩
বাঁটকুল রায়
লালজুতা পায়,
ইস্কুলে যায়।
মাথা তার মোটা
ডিম খায় গোটা।
পড়া যায় ভুলে,
তেল নাই চুলে।
রচনাকাল.........২০/১০/২০২০
রোদে পুড়ে দুপুরে
যায় হাটে হাটুরে।
রসে ভরা চম্ চম্
করে নেয় দরদাম,
জমবে ভাল আহারে।
ছড়া-২
ঝিঁ ঝিঁ পোকার পালকীতে,
জ্বেলেছে আলো জোনাকীতে।
জ্বলছে আঁচ,
ভাজছে মাছ।
বৌ নাই গো বৌভাতে।
ছড়া-৩
বাঁটকুল রায়
লালজুতা পায়,
ইস্কুলে যায়।
মাথা তার মোটা
ডিম খায় গোটা।
পড়া যায় ভুলে,
তেল নাই চুলে।
রচনাকাল.........২০/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/১১/২০২০চমৎকার
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩১/১০/২০২০সুন্দর
-
কল্পনা বিলাসী ৩১/১০/২০২০দারুন
-
ফয়জুল মহী ৩১/১০/২০২০চমৎকার কথামালায় দারুণ শব্দচয়ন l
-
শ্রীমান দে ৩১/১০/২০২০খুব সুন্দর কবিবর।। ভাল থাকুন।।