আসবে সুদিন
এক দুই তিন
আসবে সুদিন।
চার পাঁচ ছয়
স্বপ্ন বিক্রি হয়।
সাত আট নয়
মানুষ চেনায় দায়।
দশে দশ
হলাম পরের বশ।
এগারো বারো তেরো
এগিয়ে চল আরও।
চোদ্দ পনের ষোল
দেশ জাগিয়ে তোল
সতের আঠারো ঊনিশ
সার সত্য জানিস্।
বিশে বিষে বিষক্ষয়
হবে মানুষেরই জয়।
এক দুই তিন
আসবেই সুদিন।
রচনাকাল.....….....১০/১০/২০২০
আসবে সুদিন।
চার পাঁচ ছয়
স্বপ্ন বিক্রি হয়।
সাত আট নয়
মানুষ চেনায় দায়।
দশে দশ
হলাম পরের বশ।
এগারো বারো তেরো
এগিয়ে চল আরও।
চোদ্দ পনের ষোল
দেশ জাগিয়ে তোল
সতের আঠারো ঊনিশ
সার সত্য জানিস্।
বিশে বিষে বিষক্ষয়
হবে মানুষেরই জয়।
এক দুই তিন
আসবেই সুদিন।
রচনাকাল.....….....১০/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ২৫/১২/২০২০দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয় কবি।
-
বোরহানুল ইসলাম লিটন ৩০/১০/২০২০নিশ্চয় আসবে সুদিন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/১০/২০২০অবশ্যই সুদিন আসবে। সেই আশায় বুক বেধে আছি।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/১০/২০২০সুদিন অচেনায়,তবু আশাহত নই আমরা।
-
ফয়জুল মহী ২৯/১০/২০২০চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব।l
-
Md. Jahangir Hossain ২৯/১০/২০২০মনোমুগ্ধকর।