www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছড়া আর ছড়া

ছড়া-১

চৌধুরীদের টিয়ে টোপর মাথায় দিয়ে
গান ধরেছে আজকে টুনির বিয়ে।
কচুর পাতায় নুন,
কর্তা রেগে আগুন।
মনের সুখে নাচছে মায়ে-ঝীয়ে।

ছড়া-২

চৌকিদারের মস্ত এক সামিয়ানা,
কেটেছে দস্তিমার্কা ইঁদুর ছানা।
নিম গাছের ভূত
বলে আরে ধ‍্যুত!
সাহস তার আছে মোর জানা।

ছড়া-৩

এসো বসো আহারে
লুচি কয় যাহারে,
আছে কতক মিষ্টি
একি অনাসৃষ্টি!
যাবে কি আর শহরে?

ছড়া-৪

ও পাড়ার ঐ হুতকো মুখো নায়েব মশায়,
রাত দুপুরে যাচ্ছে দেখ ছাতা মাথায়।
লেবু পাতায় ব‍্যাঙ
লন্বা তার ঠ‍্যাং,
পুকুর পাড়ে বেজায় জোরে চ‍্যাঁচায়।

ছড়া-৫

নিম গাছের ঐ গঙ্গা ফড়িং
লাফিয়ে চলে তিড়িং বিড়িং।
চাঁদ উঠেছে,
নাচ জুড়েছে
মাথায় আমার নাই'ক শিং।


রচনাকাল.........২১/১০/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২১/১০/২০২০
    প্রাণবন্ত লেখা ।
  • অসাধারণ।
  • শ.ম. শহীদ ২১/১০/২০২০
    ছড়া কড়া মিষ্টি!
    মধু মাখা- সৃষ্টি!
    যদি আসে- ইষ্টি
    দিও এই লিষ্টটি!
    ধুর ছাই
    চাই চাই
    এক আকাশ বৃষ্টি!
    মেঘে ঢাকা দৃষ্টি!!
 
Quantcast