মুখোসের আড়ালে মুখ
মুখোসের আড়ালে মুখ
এতেই দুনিয়ার সুখ।
অফুরান মিথ্যার বেসাতি,
তাতেই নাকি সোয়াস্তি!
জমছে টাকার পাহাড়,
মানুষের নাই'ক আহার।
উধাও মনের সুখ,
মুখোসের আড়ালে মুখ।
রচনাকাল...…...১৯/১০/২০২০
.............….
সোয়াস্তি / স্বস্তি, শান্তি
এতেই দুনিয়ার সুখ।
অফুরান মিথ্যার বেসাতি,
তাতেই নাকি সোয়াস্তি!
জমছে টাকার পাহাড়,
মানুষের নাই'ক আহার।
উধাও মনের সুখ,
মুখোসের আড়ালে মুখ।
রচনাকাল...…...১৯/১০/২০২০
.............….
সোয়াস্তি / স্বস্তি, শান্তি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১০/২০২০যথার্থ বলেছেন প্রিয় কবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১০/২০২০right
-
ফয়জুল মহী ১৯/১০/২০২০চমৎকার লিখেছেন প্রিয় কবি I
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/১০/২০২০বাস্তবতার কথা লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০২০মুখোশ সবখানে।