প্রতিক্ষা
তোমার প্রতিক্ষায় চুয়াত্তর সন।
আজও প্রতিক্ষার প্রহর গুনি।
আজও বিপ্লবের ঝান্ডা হাতে,
মিছিলে মেলায় পা।
আজও খড়হীন ছাদের নীচে
রাতের নির্মল আকাশ দেখি।
রাতের তারারা,
কত স্বপ্নের গল্প শোনায়।
মাঠে ময়দানে,
কলেকারখানায় আমরাই
দেশের সম্পদ গড়ি।
স্বপ্নের ফেরিওয়ালার
ইমারত হয়,
নালায় খাবার গড়ে।
আমাদের উদোম শরীরে
অনাহার-অর্ধাহারে
প্রতিক্ষার প্রহর গুনি।
চুয়াত্তর বছর অতিক্রান্ত,
সোনালী দিন তুমি
আসবে কবে?
আজও প্রতিক্ষার প্রহর গুনি।
আজও বিপ্লবের ঝান্ডা হাতে,
মিছিলে মেলায় পা।
আজও খড়হীন ছাদের নীচে
রাতের নির্মল আকাশ দেখি।
রাতের তারারা,
কত স্বপ্নের গল্প শোনায়।
মাঠে ময়দানে,
কলেকারখানায় আমরাই
দেশের সম্পদ গড়ি।
স্বপ্নের ফেরিওয়ালার
ইমারত হয়,
নালায় খাবার গড়ে।
আমাদের উদোম শরীরে
অনাহার-অর্ধাহারে
প্রতিক্ষার প্রহর গুনি।
চুয়াত্তর বছর অতিক্রান্ত,
সোনালী দিন তুমি
আসবে কবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০৯/২০২৩অনন্য আকুতি!
-
Md. Jahangir Hossain ১৫/১০/২০২০সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/১০/২০২০Excellent.
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১০/২০২০ভালো।
-
ফয়জুল মহী ১৫/১০/২০২০বাহ অনবদ্য