প্রত্যাশা
অনেক বসন্ত পেরিয়ে,
আঁকা-বাঁকা পথ মাড়িয়ে
আজ বার্ধ্যকের সীমায় উপনীত।
আশৈশব-কৈশরের
রঙিন সম্ভাবনার
কুঁড়ি, পায়ে পেষা বসন্ত,
কোকিলের কলতান,
একতার গান আর
দু'চোখ ভরা স্বপ্নে বিভোর
সাম্যের গান যখন গাইতাম,
তখন মনে হত
আমিই শ্রেষ্ঠ।
স্বপ্ন, স্বপ্নই।
রূঢ় বাস্তবের কঠিন মাটি
ফুঁড়ে তা ওঠেনি আজও।
চলে যাব। তবু-----
স্বপ্ন যেন হয় রচিত।
রচনাকাল..........১৪/০৫/২০১১
আঁকা-বাঁকা পথ মাড়িয়ে
আজ বার্ধ্যকের সীমায় উপনীত।
আশৈশব-কৈশরের
রঙিন সম্ভাবনার
কুঁড়ি, পায়ে পেষা বসন্ত,
কোকিলের কলতান,
একতার গান আর
দু'চোখ ভরা স্বপ্নে বিভোর
সাম্যের গান যখন গাইতাম,
তখন মনে হত
আমিই শ্রেষ্ঠ।
স্বপ্ন, স্বপ্নই।
রূঢ় বাস্তবের কঠিন মাটি
ফুঁড়ে তা ওঠেনি আজও।
চলে যাব। তবু-----
স্বপ্ন যেন হয় রচিত।
রচনাকাল..........১৪/০৫/২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৫/১০/২০২০খুব সুন্দর
-
ফয়জুল মহী ১৫/১০/২০২০Osadaron
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১০/২০২০দারুন