উলুখাগড়া
রাজায় রাজায় যুদ্ধ হয়,
উলুখাগড়ার প্রাণ যায়।
আনাজপাতির দাম বাড়ে,
অনাহারেই মানুষ মরে।
রাজা থাকেন বহাল সুখে,
প্রজা জীবন কাটে দুখে।
ক্ষমতার ঐ চেয়ারগুলো
জীবনের চেয়ে দামী হলো।
উলুখাগড়ার প্রাণ যায়।
আনাজপাতির দাম বাড়ে,
অনাহারেই মানুষ মরে।
রাজা থাকেন বহাল সুখে,
প্রজা জীবন কাটে দুখে।
ক্ষমতার ঐ চেয়ারগুলো
জীবনের চেয়ে দামী হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৮/২০২৩সুন্দর!
-
অমিতাভ স্বর্ণকার ১৫/১০/২০২০অসাধারণ..... এই পরিস্থিতি যেন আলোয় মিশে থাকা গাঢ় অন্ধকার, যা বেড়ে চলেছে নিরন্তর। জানি না আর কত কালো মিশবে এই অন্ধকারে। শুভেচ্ছা রইল।