জয় হোক
কল্যাণীয়েসু,
এখন এ কালবেলায় কেমন আছ?
এখন আকাশ- বাতাস,
বিষ-বাসে মলিন,
আলো নিভন্ত।
ভারী বুটের শব্দে এখন ঘুম ভাঙে।
বোবা শিশুর আর্তনাদ, অভুক্ত মায়ের
নয়নাশ্রু আর কাজহারা পিতার
দীর্ঘশ্বাস নিত্যসাথী।
এরই মাঝে কোন্ বর্ণময় আলো,
ভরিয়েছে তোমার জীবনপথ?
তোমারই মত সব বঞ্চিতরা
একাকার আজ।
কোন্ সে যাদু হৃদয়তন্ত্রীতে তুলেছে
বীণার ঝংকার?
আকাশ কালো নিকষ মেঘ সরিয়ে
লাল টুকটুকে সকাল আনবে বলে
নেমেছ আজ পথে।
জয় তোমার সুনিশ্চিত।
রচনাকাল........০৩/০৫/২০১১
এখন এ কালবেলায় কেমন আছ?
এখন আকাশ- বাতাস,
বিষ-বাসে মলিন,
আলো নিভন্ত।
ভারী বুটের শব্দে এখন ঘুম ভাঙে।
বোবা শিশুর আর্তনাদ, অভুক্ত মায়ের
নয়নাশ্রু আর কাজহারা পিতার
দীর্ঘশ্বাস নিত্যসাথী।
এরই মাঝে কোন্ বর্ণময় আলো,
ভরিয়েছে তোমার জীবনপথ?
তোমারই মত সব বঞ্চিতরা
একাকার আজ।
কোন্ সে যাদু হৃদয়তন্ত্রীতে তুলেছে
বীণার ঝংকার?
আকাশ কালো নিকষ মেঘ সরিয়ে
লাল টুকটুকে সকাল আনবে বলে
নেমেছ আজ পথে।
জয় তোমার সুনিশ্চিত।
রচনাকাল........০৩/০৫/২০১১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০৮/২০২৩অতুলণীয়!
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০লেখা বেশ মনোমুগ্ধকর
-
পি পি আলী আকবর ১৪/১০/২০২০ভালো